আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানে চালু হলো প্রযুক্তি প্রদর্শন স্যাটেলাইট

আমার দেশ অনলাইন
জাপানে চালু হলো প্রযুক্তি প্রদর্শন স্যাটেলাইট

জাপানের মহাকাশ সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জানিয়েছে, তারা সফলভাবে একটি দ্রুত উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

বিজ্ঞাপন

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যানুযায়ী, স্যাটেলাইট-৪ রোববার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রকেট ল্যাবের ইলেক্ট্রন রকেটে বহন করে নিউজিল্যান্ডের কমপ্লেক্স-১ স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হয়।

এই স্যাটেলাইটটি জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

রকেট ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিইও পিটার বেক বলেন, “এই বিশেষ মিশনটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মহাকাশ সংস্থার জন্য নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা প্রদান করেছে। আমরা গর্বিত যে, জাপানের মহাকাশ অর্থনীতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় মহাকাশ প্রবেশাধিকারে আমরা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সিকে সহায়তা করতে পেরেছি।”

এর আগে, এ ধরনের প্রদর্শনী স্যাটেলাইট জাপানের ছোট এপসিলন রকেটে উৎক্ষেপণ করা হতো, যা ২০২৩ সালে ব্যর্থ হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন