আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আমার দেশ অনলাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি মাটির তৈরি ঘর ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে ভারী পাথর গড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে আঘাত হানে।

তিনি আরো বলেন, পাহাড়ি পাথরের আঘাতে কয়েকটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং একটি প্রধান মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো দ্রুত যন্ত্রপাতি পাঠিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, সড়কে গড়িয়ে পড়া পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...