
সৈয়দ আবদাল আহমদ, যুক্তরাষ্ট্র থেকে

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা সিলিকন ভ্যালিতে এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্মাদনা। এ খাতে বিনিয়োগ করে হাইটেক তথা উচ্চ প্রযুক্তির কোম্পানিগুলো আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার।
এআই প্রযুক্তির নিত্যনতুন পণ্য উদ্ভাবনে কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতা চালাচ্ছে। দেখা যাচ্ছে মাইক্রোসফটকে টেক্কা মেরে ‘এআই’তে এগিয়ে যাচ্ছে এনভিডিয়া। আবার হয়তো অ্যাপলকে টেক্কা মেরে এগিয়ে যাচ্ছে গুগল। এআই-র পাশাপাশি তেমনি কোয়ান্টাম গবেষণার ক্ষেত্রেও চলছে একই প্রতিযোগিতা।
সিলিকন ভ্যালির প্রযুক্তি সাম্রাজ্য দেখতে এসে এমন অভিজ্ঞতাই হলো। সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার ৩০০ বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত। সিলিকন চিপ উদ্ভাবন ও বাজারজাতের জন্য এর নাম সিলিকন ভ্যালি। এটি সান ফ্রান্সিসকো বে’র দক্ষিণের অঞ্চল। সান ফ্রান্সিসকো ও সান হোসে শহরের মাঝামাঝিতে পড়েছে। ১৯৯৫ সালের পর এই সিলিকন ভ্যালি হয়ে ওঠে ইন্টারনেট অর্থনীতি এবং হাইটেক প্রযুক্তি ব্যবসার প্রাণকেন্দ্র। এখানেই প্রতিষ্ঠিত হয় ইয়াহু, গুগল, ইবের মতো প্রতিষ্ঠানগুলো।
সিলিকন ভ্যালি নামটি জনপ্রিয় করেছেন একজন সাংবাদিক। তার নাম ডন হফলার। ইলেকট্রনিক নিউজ ট্যাবলয়েটের প্রযুক্তি প্রতিবেদক। একদিন কয়েকটি কোম্পানির প্রযুক্তিবিদদের সঙ্গে দুপুরের খাবার খেতে গিয়ে বিপণন কর্মকর্তা মার্কেটারের কাছ থেকে শোনেন একটি শব্দ ‘সিলিকন ভ্যালি’। শব্দটিদুটি তিনি লুফে নেন। তার রিপোর্টগুলোতে ব্যবহার করেন সিলিকন ভ্যালি। ফলে সিলিকন ভ্যালি নামটি প্রতিষ্ঠিত হয়ে যায়।
ফরচুনের এক হাজার হাইটেক প্রযুক্তি কোম্পানির তালিকার অনেকগুলো কোম্পানির সদর দপ্তর এখানে। সিলিকন ভ্যালিতে আছে গুগল, ফেসবুক, ইয়াহু, অ্যাডোবি সিস্টেমস, অ্যাপল কম্পিউটার, মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড, ইন্টেল, এনভিডিয়া, ওরাকল, সিমেটেক, টুইটার, সান মাইক্রোসিস্টেম, আসুস, ইউটিউব, নেটফ্লিক্স, পেপ্যালের মতো নামি কোম্পানি।
সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠেছে আমেরিকায় সরকার বদলের পর। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওভাল অফিসে বসেই ডে ওয়ানে ৮০টি নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি আদেশও রয়েছে। ২০২৩ সালে প্রেসিডেন্ট বাইডেনের আদেশটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকির সৃষ্টি করতে পারে। সেটা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করে দেন।
আদেশটিতে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এআই ডেভেলপারদের নিরাপত্তা পরীক্ষার ফলাফল জনগণের কাছে যাওয়ার আগে সরকারের সঙ্গে শেয়ার করতে হবে। এআই নিয়ে নতুন সরকারি সিদ্ধান্তের ফলে এ বিষয়ে গবেষণা আরো রকেট গতিতে চলবে। তাছাড়া ইলন মাস্ক এখন ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছেন। মঙ্গলে নভোচারী পাঠানোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের পরিকল্পনা আছে তার।
আমরা সিলিকন ভ্যালিতে ঘুরছি। প্রথমেই যাই এনভিডিয়া করপোরেশনে। আমাদের ছেলে এ প্রতিষ্ঠানের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় সুযোগটি মেলে। ট্রায়াঙ্গেল আকৃতির অনুপম স্থাপত্যের এনভিডিয়া কোম্পানির ভবনটি দেখতে খুবই দৃষ্টিনন্দন। বিশেষজ্ঞদের কাছ থেকে এ প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে ধারণা পেয়ে চমৎকৃত হয়েছি। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং প্রযুক্তি দুনিয়ার শুধু পরিচিত মুখই নন, একজন আলোচিত ব্যক্তিত্ব। তার একটি সাক্ষাৎকারের চেষ্টা আগেই করেছিলাম। কিন্তু এ সময়টিতে তিনি পূর্ব এশিয়ায় সফরে থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি।
তবে এনভিডিয়ায় গিয়ে ভিডিও ক্লিফে তার সাম্প্রতিক একটি বক্তৃতা দেখেছি। আমেরিকার লাস ভেগাসের প্রযুক্তি পণ্য মেলাÑ কনজ্যুমার ইলেকট্রনিকস শো-২০২৫ বা সিইএস-২০২৫ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। এই মেলায় এনভিডিয়া তাদের সর্বশেষ প্রযুক্তি উন্মোচন করেছে। এই প্রযুক্তি হচ্ছে- রোবট ও স্বচালিত গাড়ি প্রশিক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, উন্নত গেমিং চিপ এবং এনভিডিয়ার প্রথম ডেস্কটপ কম্পিউটার।
জেনসেন হোয়াং তার বক্তব্যে বলেন, আমাদের নতুন কসমস ওয়ার্ল্ড ফাউন্ডেশন মডেলস উন্মোচন হলো যা স্বচালিত গাড়ি প্রশিক্ষণে ব্যবহৃত হয়। আমরা আশা করছি, শিল্প ও রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিপ্লব আনবে কসমস। তিন হাজার ডলার দামের এনভিডিয়ার এই কম্পিউটার আগামী মার্চে বাজারে আসছে। এনভিডিয়ার সিইও জেনসেন আরো বলেন, জাপানের গাড়ি নির্মাতা টয়োটা তাদের অরিন চিপ ও অটোমেটিক অপারেটিং সিস্টেম ব্যবহার করে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম তৈরি করবে। জেনসেন হোয়াংয়ের বক্তৃতা হলে তথ্যপ্রযুক্তি তথা কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ইউটিউবে তার বক্তব্যে ভিউ হয় দশ বারো মিলিয়ন করে।
এনভিডিয়া করপোরেশন বিভিন্ন ধরনের এআই সক্ষম ডিভাইসগুলোকে পাওয়ার জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং হার্ডওয়্যার তৈরি করে। কোম্পানির প্রযুক্তি রোবট এবং স্বচালিত গাড়ি থেকে শুরু করে বুদ্ধিমান ভিডিও বিশ্লেষণ এবং স্মার্ট ফ্যাক্টরি সবকিছুর জন্য ব্যবহৃত হয়।
আমরা জানতে পারি এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করেছে। ইতোমধ্যে এনভিডিয়া হেভিওয়েট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে।
বিশেষজ্ঞের কাছ থেকে জানা গেছে, গুগল এবং অ্যামাজন থেকে শুরু করে অ্যাপল এবং মাইক্রোসফট পর্যন্ত প্রতিটি বড় প্রযুক্তি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার সাফল্যের জন্য ব্যাপক বিনিয়োগ করছে। সিরি এবং আলেক্সার মতো ব্যক্তিগত সহকারীরা এআইকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছে। বুদ্ধিমান প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গাড়ি, স্বয়ংক্রিয় রোবট, বিষয়বস্তু জেনারেটর, সাইবার নিরাপত্তা হুমকি শনাক্তকরণ, গ্রাহকের অভিজ্ঞতা বিশ্লেষণের মতো সার্ভিসগুলো বিকাশের জন্য কোম্পানিগুলো তাদের পণ্যগুলোকে এআই-র সঙ্গে যুক্ত করছে। ২০২৩ সাল পর্যন্ত জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ কোম্পানি এআই প্রযুক্তি গ্রহণ করেছে।
ওপেনএআই-র মিশন হলো মানুষের মতো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা। ওপেনএআই-র চ্যাটজিপিটি হলো একটি এআই চ্যাটবট যা মানুষের মতো ভার্চুয়াল মিথস্ক্রিয়ায় জড়িত থাকার জন্য প্রশিক্ষিত হয়েছে। দীর্ঘমেয়াদি গবেষণা এবং স্বচ্ছতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ওপেনএআই-র লক্ষ্য এজিআইকে নিরাপদ এবং দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়া। কোম্পানির স্পন্সরদের মধ্যে আছে অ্যামাজন, মাইক্রোসফট, ইলন মাস্ক এবং রিড হফম্যান।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগলের পরীক্ষা-নিরীক্ষার ফলে জেমিনিসহ অনেক পণ্য পাওয়া গেছে। জেমিনি হলো একটি এআই কনটেন্ট জেনারেটর যা ইন্টারনেট থেকে তথ্য টেনে প্রশ্নের উত্তর দিতে এবং কথোপকথন ধরে রাখতে পারে। গুগল সংস্থাগুলোর জন্য জেনারেটিভ এআই পণ্যগুলোকে এআই অ্যাপ্লিকেশনে তৈরি করতে পারে এবং গুগল কাউকে বড় ভাষায় মডেলগুলো অন্বেষণ করার সরঞ্জাম দেয়।
মাইক্রোসফটের কপিলট এআই একটি চ্যাটবট এবং জেনারেটিভ এআই টুল হিসেবে কাজ করে যা নতুন টেক্সট, ছবি বা অডিও তৈরি করতে সক্ষম। একইভাবে অ্যামাজনসহ ৬৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানির উন্নত প্রযুক্তি পণ্য হিসেবে গ্রাহকদের সেবা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে চলেছে। আগামীতে এই এআই এবং কোয়ান্টাম গবেষণা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই প্রশ্ন।
গুগলের অয়েমো কোম্পানি চালকবিহীন গাড়ির সেবা শুরু করেছে। রোবোট্যাক্সি বা রোবোটিক কার চলছে সান ফ্রান্সিসকোর রাস্তায়। এই অত্যাধুনিক রোবোকারে আমরা ভ্রমণ করেছি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায়।
সিলিকন ভ্যালিতে খবর ছড়িয়ে পড়েছে যে আগামী দশ বছরের মধ্যেই টেক প্রযুক্তির পাঁচজন তথা ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, জেনসেন হোয়াং ও বার্নার্ড আরনান্ট ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম গবেষণাই তাদেরকে সম্পদের পাহাড় এনে দিচ্ছে। অবশ্য খারাপ খবর হচ্ছে, এর ফলে অনেক লোককেই হয়তো চাকরি হারাতে হবে।
এমবি

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা সিলিকন ভ্যালিতে এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্মাদনা। এ খাতে বিনিয়োগ করে হাইটেক তথা উচ্চ প্রযুক্তির কোম্পানিগুলো আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার।
এআই প্রযুক্তির নিত্যনতুন পণ্য উদ্ভাবনে কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতা চালাচ্ছে। দেখা যাচ্ছে মাইক্রোসফটকে টেক্কা মেরে ‘এআই’তে এগিয়ে যাচ্ছে এনভিডিয়া। আবার হয়তো অ্যাপলকে টেক্কা মেরে এগিয়ে যাচ্ছে গুগল। এআই-র পাশাপাশি তেমনি কোয়ান্টাম গবেষণার ক্ষেত্রেও চলছে একই প্রতিযোগিতা।
সিলিকন ভ্যালির প্রযুক্তি সাম্রাজ্য দেখতে এসে এমন অভিজ্ঞতাই হলো। সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার ৩০০ বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত। সিলিকন চিপ উদ্ভাবন ও বাজারজাতের জন্য এর নাম সিলিকন ভ্যালি। এটি সান ফ্রান্সিসকো বে’র দক্ষিণের অঞ্চল। সান ফ্রান্সিসকো ও সান হোসে শহরের মাঝামাঝিতে পড়েছে। ১৯৯৫ সালের পর এই সিলিকন ভ্যালি হয়ে ওঠে ইন্টারনেট অর্থনীতি এবং হাইটেক প্রযুক্তি ব্যবসার প্রাণকেন্দ্র। এখানেই প্রতিষ্ঠিত হয় ইয়াহু, গুগল, ইবের মতো প্রতিষ্ঠানগুলো।
সিলিকন ভ্যালি নামটি জনপ্রিয় করেছেন একজন সাংবাদিক। তার নাম ডন হফলার। ইলেকট্রনিক নিউজ ট্যাবলয়েটের প্রযুক্তি প্রতিবেদক। একদিন কয়েকটি কোম্পানির প্রযুক্তিবিদদের সঙ্গে দুপুরের খাবার খেতে গিয়ে বিপণন কর্মকর্তা মার্কেটারের কাছ থেকে শোনেন একটি শব্দ ‘সিলিকন ভ্যালি’। শব্দটিদুটি তিনি লুফে নেন। তার রিপোর্টগুলোতে ব্যবহার করেন সিলিকন ভ্যালি। ফলে সিলিকন ভ্যালি নামটি প্রতিষ্ঠিত হয়ে যায়।
ফরচুনের এক হাজার হাইটেক প্রযুক্তি কোম্পানির তালিকার অনেকগুলো কোম্পানির সদর দপ্তর এখানে। সিলিকন ভ্যালিতে আছে গুগল, ফেসবুক, ইয়াহু, অ্যাডোবি সিস্টেমস, অ্যাপল কম্পিউটার, মাইক্রোসফট, হিউলেট প্যাকার্ড, ইন্টেল, এনভিডিয়া, ওরাকল, সিমেটেক, টুইটার, সান মাইক্রোসিস্টেম, আসুস, ইউটিউব, নেটফ্লিক্স, পেপ্যালের মতো নামি কোম্পানি।
সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠেছে আমেরিকায় সরকার বদলের পর। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওভাল অফিসে বসেই ডে ওয়ানে ৮০টি নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি আদেশও রয়েছে। ২০২৩ সালে প্রেসিডেন্ট বাইডেনের আদেশটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকির সৃষ্টি করতে পারে। সেটা প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করে দেন।
আদেশটিতে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এআই ডেভেলপারদের নিরাপত্তা পরীক্ষার ফলাফল জনগণের কাছে যাওয়ার আগে সরকারের সঙ্গে শেয়ার করতে হবে। এআই নিয়ে নতুন সরকারি সিদ্ধান্তের ফলে এ বিষয়ে গবেষণা আরো রকেট গতিতে চলবে। তাছাড়া ইলন মাস্ক এখন ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছেন। মঙ্গলে নভোচারী পাঠানোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের পরিকল্পনা আছে তার।
আমরা সিলিকন ভ্যালিতে ঘুরছি। প্রথমেই যাই এনভিডিয়া করপোরেশনে। আমাদের ছেলে এ প্রতিষ্ঠানের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় সুযোগটি মেলে। ট্রায়াঙ্গেল আকৃতির অনুপম স্থাপত্যের এনভিডিয়া কোম্পানির ভবনটি দেখতে খুবই দৃষ্টিনন্দন। বিশেষজ্ঞদের কাছ থেকে এ প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে ধারণা পেয়ে চমৎকৃত হয়েছি। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং প্রযুক্তি দুনিয়ার শুধু পরিচিত মুখই নন, একজন আলোচিত ব্যক্তিত্ব। তার একটি সাক্ষাৎকারের চেষ্টা আগেই করেছিলাম। কিন্তু এ সময়টিতে তিনি পূর্ব এশিয়ায় সফরে থাকায় সেটা সম্ভব হয়ে ওঠেনি।
তবে এনভিডিয়ায় গিয়ে ভিডিও ক্লিফে তার সাম্প্রতিক একটি বক্তৃতা দেখেছি। আমেরিকার লাস ভেগাসের প্রযুক্তি পণ্য মেলাÑ কনজ্যুমার ইলেকট্রনিকস শো-২০২৫ বা সিইএস-২০২৫ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। এই মেলায় এনভিডিয়া তাদের সর্বশেষ প্রযুক্তি উন্মোচন করেছে। এই প্রযুক্তি হচ্ছে- রোবট ও স্বচালিত গাড়ি প্রশিক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, উন্নত গেমিং চিপ এবং এনভিডিয়ার প্রথম ডেস্কটপ কম্পিউটার।
জেনসেন হোয়াং তার বক্তব্যে বলেন, আমাদের নতুন কসমস ওয়ার্ল্ড ফাউন্ডেশন মডেলস উন্মোচন হলো যা স্বচালিত গাড়ি প্রশিক্ষণে ব্যবহৃত হয়। আমরা আশা করছি, শিল্প ও রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিপ্লব আনবে কসমস। তিন হাজার ডলার দামের এনভিডিয়ার এই কম্পিউটার আগামী মার্চে বাজারে আসছে। এনভিডিয়ার সিইও জেনসেন আরো বলেন, জাপানের গাড়ি নির্মাতা টয়োটা তাদের অরিন চিপ ও অটোমেটিক অপারেটিং সিস্টেম ব্যবহার করে উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম তৈরি করবে। জেনসেন হোয়াংয়ের বক্তৃতা হলে তথ্যপ্রযুক্তি তথা কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা শোনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ইউটিউবে তার বক্তব্যে ভিউ হয় দশ বারো মিলিয়ন করে।
এনভিডিয়া করপোরেশন বিভিন্ন ধরনের এআই সক্ষম ডিভাইসগুলোকে পাওয়ার জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং হার্ডওয়্যার তৈরি করে। কোম্পানির প্রযুক্তি রোবট এবং স্বচালিত গাড়ি থেকে শুরু করে বুদ্ধিমান ভিডিও বিশ্লেষণ এবং স্মার্ট ফ্যাক্টরি সবকিছুর জন্য ব্যবহৃত হয়।
আমরা জানতে পারি এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আধিপত্য বিস্তার করেছে। ইতোমধ্যে এনভিডিয়া হেভিওয়েট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে।
বিশেষজ্ঞের কাছ থেকে জানা গেছে, গুগল এবং অ্যামাজন থেকে শুরু করে অ্যাপল এবং মাইক্রোসফট পর্যন্ত প্রতিটি বড় প্রযুক্তি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার সাফল্যের জন্য ব্যাপক বিনিয়োগ করছে। সিরি এবং আলেক্সার মতো ব্যক্তিগত সহকারীরা এআইকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছে। বুদ্ধিমান প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় গাড়ি, স্বয়ংক্রিয় রোবট, বিষয়বস্তু জেনারেটর, সাইবার নিরাপত্তা হুমকি শনাক্তকরণ, গ্রাহকের অভিজ্ঞতা বিশ্লেষণের মতো সার্ভিসগুলো বিকাশের জন্য কোম্পানিগুলো তাদের পণ্যগুলোকে এআই-র সঙ্গে যুক্ত করছে। ২০২৩ সাল পর্যন্ত জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ কোম্পানি এআই প্রযুক্তি গ্রহণ করেছে।
ওপেনএআই-র মিশন হলো মানুষের মতো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা। ওপেনএআই-র চ্যাটজিপিটি হলো একটি এআই চ্যাটবট যা মানুষের মতো ভার্চুয়াল মিথস্ক্রিয়ায় জড়িত থাকার জন্য প্রশিক্ষিত হয়েছে। দীর্ঘমেয়াদি গবেষণা এবং স্বচ্ছতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ওপেনএআই-র লক্ষ্য এজিআইকে নিরাপদ এবং দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়া। কোম্পানির স্পন্সরদের মধ্যে আছে অ্যামাজন, মাইক্রোসফট, ইলন মাস্ক এবং রিড হফম্যান।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গুগলের পরীক্ষা-নিরীক্ষার ফলে জেমিনিসহ অনেক পণ্য পাওয়া গেছে। জেমিনি হলো একটি এআই কনটেন্ট জেনারেটর যা ইন্টারনেট থেকে তথ্য টেনে প্রশ্নের উত্তর দিতে এবং কথোপকথন ধরে রাখতে পারে। গুগল সংস্থাগুলোর জন্য জেনারেটিভ এআই পণ্যগুলোকে এআই অ্যাপ্লিকেশনে তৈরি করতে পারে এবং গুগল কাউকে বড় ভাষায় মডেলগুলো অন্বেষণ করার সরঞ্জাম দেয়।
মাইক্রোসফটের কপিলট এআই একটি চ্যাটবট এবং জেনারেটিভ এআই টুল হিসেবে কাজ করে যা নতুন টেক্সট, ছবি বা অডিও তৈরি করতে সক্ষম। একইভাবে অ্যামাজনসহ ৬৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানির উন্নত প্রযুক্তি পণ্য হিসেবে গ্রাহকদের সেবা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে চলেছে। আগামীতে এই এআই এবং কোয়ান্টাম গবেষণা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই প্রশ্ন।
গুগলের অয়েমো কোম্পানি চালকবিহীন গাড়ির সেবা শুরু করেছে। রোবোট্যাক্সি বা রোবোটিক কার চলছে সান ফ্রান্সিসকোর রাস্তায়। এই অত্যাধুনিক রোবোকারে আমরা ভ্রমণ করেছি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায়।
সিলিকন ভ্যালিতে খবর ছড়িয়ে পড়েছে যে আগামী দশ বছরের মধ্যেই টেক প্রযুক্তির পাঁচজন তথা ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, জেনসেন হোয়াং ও বার্নার্ড আরনান্ট ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম গবেষণাই তাদেরকে সম্পদের পাহাড় এনে দিচ্ছে। অবশ্য খারাপ খবর হচ্ছে, এর ফলে অনেক লোককেই হয়তো চাকরি হারাতে হবে।
এমবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন মেরূকরণ। এ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল কার সঙ্গে সমঝোতা বা জোট করে ভোট করবেÑএসব বিষয় নিয়ে আলোচনা ও তৎপরতাও জোরদার হচ্ছে। বিশেষ করে ইসলামি দলগুলোকে নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি সংশ্লিষ্ট মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
১৫ ঘণ্টা আগে
নীলের দেশখ্যাত নীলফামারী দীর্ঘদিন শোষণ করেছিল ইংরেজরা। তাদের স্থানীয় নিপীড়ক নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন উত্তরের এই জেলার চাষিরা। ২০০ বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করেন আওয়ামী ‘কসাই’খ্যাত আসাদুজ্জামান নূর।
২০ ঘণ্টা আগে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদেরই (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার দুজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন ডিসিসহ ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে।
২ দিন আগে
বছরের প্রায় ১০ মাস পার হলেও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়নি। এমনকি পাঠ্যবইয়ের কনটেন্টও পুরোপুরি প্রস্তুত হয়নি; এখনো চলছে পরিবর্তন-পরিমার্জনের কাজ। এছাড়া ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনও মেলেনি এখনো।
২ দিন আগে