সৈয়দ আবদাল আহমদ
লস অ্যাঞ্জেলেসের প্রলয়ঙ্করি দাবানল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ট্রাম্প দাবানল বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করবেন। কর্মকর্তারা তার সফর চূড়ান্ত করছেন। ভয়াবহ এ দাবানল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জৌলুসকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলের খবর যুক্তরাষ্ট্রের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দখল করে আছে। ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, সিএনএন, এনবিসি নিউজের প্রধান শিরোনাম দাবানল।
আমেরিকার জৌলুসপূর্ণ লস অ্যাঞ্জেলেস এখন ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। নগরীর আকাশজুড়ে কালো ধোঁয়া আর ছাই ভস্ম। শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, পুরো ক্যালিফোর্নিয়ার আকাশই এখন বিষাক্ত। ক্ষুদ্র বস্তুকণায় স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করেছে।
ধনীরা সব লস অ্যাঞ্জেলেস থেকে পালিয়েছেন নিরাপদ আশ্রয়ে। দাবানল আক্রান্ত মানুষ ঠাঁই নিয়েছেন শহরে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস, ইটন এলাকাই বেশি ক্ষতিগ্রস্ত। খরা ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে নতুন করে হ্যারিকেনের ক্ষমতা সম্পন্ন শুষ্ক ঝোড়ো হাওয়া বা সান্তা আনা বাতাস, যাকে ডেভিল উইন্ডস বলা হচ্ছে, দাবানলকে আরও উসকে দিচ্ছে।
হাজার হাজার দমকলকর্মী দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। কিছুতেই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। লস অ্যাঞ্জেলেসের ৬০ লাখ মানুষের জীবন হুমকির মুখে। কর্তৃপক্ষ এ নিয়ে চিন্তিত। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস নগরীতে আশ্রয় নেওয়া দাবানল আক্রান্ত মানুষদের মধ্যে বিভিন্ন সংস্থা ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আরোহণ
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই লাখ লোক অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়ে। সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জর্জ ডব্লিও বুশ ও লরা বুশ, বিল ক্লিনটন ও হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তবে মিশেল ওবামা থাকবেন না। কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৭ সালের শপথ অনুষ্ঠানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। তাই এবার মিশেল আসছেন না।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ ও অভিষেক অনুষ্ঠানে এবার ব্যয় হবে ১৭০ মিলিয়ন ডলার। প্রযুক্তি প্রতিষ্ঠানের বিলিয়নিয়ররা এ অনুষ্ঠানে অনুদান দিয়েছেন। এদের মধ্যে মার্ক জাকারবার্গ, জেফ বেজুস, ইলন মাস্ক অভিষেকে যোগ দেবেন।
নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের সঙ্গে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের বিলগেটস, অ্যাপলের টিম কুকসহ অনেকেই দেখা করেছেন এবং তাদের মধ্যকার আগের বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। ইলন মাস্ক তো এখন ট্রাম্প প্রশাসনের একজন। তার বিরোধীরাও ট্রাম্প শিবিরের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টায় রয়েছেন।
ট্রাম্পের অভিষেকে মঞ্চ মাতাবেন একসময়ের সাড়া জাগানো আমেরিকান আইডল ক্যারি আন্ডারউড। তিনি বলেন, আমি আমার দেশকে ভালোবাসি। এ অনুষ্ঠানে গাইতে পারব ভেবে খুব ভালো লাগছে। আমি আমার সেরা পারফর্ম করব। গাইব মন উজাড় করে।
অনুষ্ঠানে আরও পারফর্ম করবে ডিসকো গ্রুপ দ্য ভিলেজ পিপল। ট্রাম্পের বন্ধু কান্ট্রি গায়ক লি গ্রিনউডও গাইবেন। আরও গাইবেন ক্রিস্টোফার ম্যাকিও।
দ্বিতীয়বারের মতো ফার্স্ট লেডি হতে যাচ্ছেন মিলিনিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে যেতে তার আর তর সইছে না। তিনি বলেন, জিনিসপত্র কী কী হোয়াইট হাউসে নিয়ে যাব, তার তালিকা করেছি এবং তা প্যাক করে ফেলেছি। মাদকাসক্ত তরুণদের নিরাময়ে এবার তিনি ভালো কাজ করবেন বলে মিডিয়াকে জানিয়েছেন। ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প ও তার স্বামী এবার হোয়াইট হাউসে যাচ্ছেন না।
হোয়াইট হাউসে প্রবেশ করেই এবার ট্রাম্প কী ডিক্রি জারি করবেন এখনও প্রকাশ করা হয়নি। তবে তিনি যে, দাবানল আক্রান্ত লস অ্যাঞ্জেলেসের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করবেন তা অনেকটা নিশ্চিত। কারণ ইতিমধ্যে বলা হয়েছে, দায়িত্ব নিয়েই তিনি দাবানল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা জরিপ নেবেন। ইমিগ্র্যান্টদের ব্যাপারে তিনি বড় সিদ্ধান্ত নেবেন। নতুন করারোপ, বিশেষ করে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ করারোপ করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প চমক দেখাবেন এমন খবর আসছে। এক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি আনার সম্ভাবনা রয়েছে। পানামা খাল ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা এবং কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য ঘোষণার বাসনা নিয়েও ট্রাম্প সরব থাকবেন তা নিয়ে গণমাধ্যমে গুঞ্জন চলছে।
লস অ্যাঞ্জেলেসের প্রলয়ঙ্করি দাবানল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে। আগামী সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ট্রাম্প দাবানল বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করবেন। কর্মকর্তারা তার সফর চূড়ান্ত করছেন। ভয়াবহ এ দাবানল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জৌলুসকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলের খবর যুক্তরাষ্ট্রের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দখল করে আছে। ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, সিএনএন, এনবিসি নিউজের প্রধান শিরোনাম দাবানল।
আমেরিকার জৌলুসপূর্ণ লস অ্যাঞ্জেলেস এখন ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। নগরীর আকাশজুড়ে কালো ধোঁয়া আর ছাই ভস্ম। শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, পুরো ক্যালিফোর্নিয়ার আকাশই এখন বিষাক্ত। ক্ষুদ্র বস্তুকণায় স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করেছে।
ধনীরা সব লস অ্যাঞ্জেলেস থেকে পালিয়েছেন নিরাপদ আশ্রয়ে। দাবানল আক্রান্ত মানুষ ঠাঁই নিয়েছেন শহরে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস, ইটন এলাকাই বেশি ক্ষতিগ্রস্ত। খরা ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে নতুন করে হ্যারিকেনের ক্ষমতা সম্পন্ন শুষ্ক ঝোড়ো হাওয়া বা সান্তা আনা বাতাস, যাকে ডেভিল উইন্ডস বলা হচ্ছে, দাবানলকে আরও উসকে দিচ্ছে।
হাজার হাজার দমকলকর্মী দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। কিছুতেই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। লস অ্যাঞ্জেলেসের ৬০ লাখ মানুষের জীবন হুমকির মুখে। কর্তৃপক্ষ এ নিয়ে চিন্তিত। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস নগরীতে আশ্রয় নেওয়া দাবানল আক্রান্ত মানুষদের মধ্যে বিভিন্ন সংস্থা ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আরোহণ
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই লাখ লোক অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়ে। সাবেক প্রেসিডেন্টদের মধ্যে জর্জ ডব্লিও বুশ ও লরা বুশ, বিল ক্লিনটন ও হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তবে মিশেল ওবামা থাকবেন না। কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৭ সালের শপথ অনুষ্ঠানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। তাই এবার মিশেল আসছেন না।
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ ও অভিষেক অনুষ্ঠানে এবার ব্যয় হবে ১৭০ মিলিয়ন ডলার। প্রযুক্তি প্রতিষ্ঠানের বিলিয়নিয়ররা এ অনুষ্ঠানে অনুদান দিয়েছেন। এদের মধ্যে মার্ক জাকারবার্গ, জেফ বেজুস, ইলন মাস্ক অভিষেকে যোগ দেবেন।
নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের সঙ্গে ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের বিলগেটস, অ্যাপলের টিম কুকসহ অনেকেই দেখা করেছেন এবং তাদের মধ্যকার আগের বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। ইলন মাস্ক তো এখন ট্রাম্প প্রশাসনের একজন। তার বিরোধীরাও ট্রাম্প শিবিরের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টায় রয়েছেন।
ট্রাম্পের অভিষেকে মঞ্চ মাতাবেন একসময়ের সাড়া জাগানো আমেরিকান আইডল ক্যারি আন্ডারউড। তিনি বলেন, আমি আমার দেশকে ভালোবাসি। এ অনুষ্ঠানে গাইতে পারব ভেবে খুব ভালো লাগছে। আমি আমার সেরা পারফর্ম করব। গাইব মন উজাড় করে।
অনুষ্ঠানে আরও পারফর্ম করবে ডিসকো গ্রুপ দ্য ভিলেজ পিপল। ট্রাম্পের বন্ধু কান্ট্রি গায়ক লি গ্রিনউডও গাইবেন। আরও গাইবেন ক্রিস্টোফার ম্যাকিও।
দ্বিতীয়বারের মতো ফার্স্ট লেডি হতে যাচ্ছেন মিলিনিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে যেতে তার আর তর সইছে না। তিনি বলেন, জিনিসপত্র কী কী হোয়াইট হাউসে নিয়ে যাব, তার তালিকা করেছি এবং তা প্যাক করে ফেলেছি। মাদকাসক্ত তরুণদের নিরাময়ে এবার তিনি ভালো কাজ করবেন বলে মিডিয়াকে জানিয়েছেন। ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প ও তার স্বামী এবার হোয়াইট হাউসে যাচ্ছেন না।
হোয়াইট হাউসে প্রবেশ করেই এবার ট্রাম্প কী ডিক্রি জারি করবেন এখনও প্রকাশ করা হয়নি। তবে তিনি যে, দাবানল আক্রান্ত লস অ্যাঞ্জেলেসের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করবেন তা অনেকটা নিশ্চিত। কারণ ইতিমধ্যে বলা হয়েছে, দায়িত্ব নিয়েই তিনি দাবানল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা জরিপ নেবেন। ইমিগ্র্যান্টদের ব্যাপারে তিনি বড় সিদ্ধান্ত নেবেন। নতুন করারোপ, বিশেষ করে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ করারোপ করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প চমক দেখাবেন এমন খবর আসছে। এক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি আনার সম্ভাবনা রয়েছে। পানামা খাল ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা এবং কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য ঘোষণার বাসনা নিয়েও ট্রাম্প সরব থাকবেন তা নিয়ে গণমাধ্যমে গুঞ্জন চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন মেরূকরণ। এ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল কার সঙ্গে সমঝোতা বা জোট করে ভোট করবেÑএসব বিষয় নিয়ে আলোচনা ও তৎপরতাও জোরদার হচ্ছে। বিশেষ করে ইসলামি দলগুলোকে নিয়ে সাধারণ ভোটারদের পাশাপাশি সংশ্লিষ্ট মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
১২ ঘণ্টা আগেনীলের দেশখ্যাত নীলফামারী দীর্ঘদিন শোষণ করেছিল ইংরেজরা। তাদের স্থানীয় নিপীড়ক নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন উত্তরের এই জেলার চাষিরা। ২০০ বছর পর সেই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি করেন আওয়ামী ‘কসাই’খ্যাত আসাদুজ্জামান নূর।
১৬ ঘণ্টা আগেআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদেরই (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার দুজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন ডিসিসহ ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে।
২ দিন আগেবছরের প্রায় ১০ মাস পার হলেও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়নি। এমনকি পাঠ্যবইয়ের কনটেন্টও পুরোপুরি প্রস্তুত হয়নি; এখনো চলছে পরিবর্তন-পরিমার্জনের কাজ। এছাড়া ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনও মেলেনি এখনো।
২ দিন আগে