হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাঁদা না পেয়ে বায়োটেকনোলজি কারখানায় হামলা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলায় চাঁদা না পেয়ে গ্রিন বায়োটেকনোলজি কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা।

মঙ্গলবার ভোরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ পাঁচজনকে অস্ত্রসহ আটক করে।

আটকরা হলেন—জান্নাতুল হুমায়রা (২৩), মোহাম্মদ সানি (২৪), লিখন আহমেদ (২০), মোশারফ মিয়া (২৬) এবং বরগুনার মাসুম (২৮)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ভোরে জান্নাতুল হুমায়রা এবং মাদক কারবারি হিসেবে পরিচিত সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতকারী কারখানায় হামলা চালায়।

এ সময় কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

ককটেল বিস্ফোরণের শব্দে গ্রামবাসী দ্রুত এগিয়ে আসলে হামলাকারীরা ছোটাছুটি শুরু করে। এ সময় তিনজনকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রিন বায়োটেকনোলজির ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তারা আগেও হামলা ও ভাঙচুর করেছে।

তিনি বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। প্রথমে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে, পরে অস্ত্র নিয়ে ফটকে হামলা চালানো হয়। আমরা ইতোমধ্যে থানায় মামলা করেছি।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় হামলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের উপর হামলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল

ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ব্যবস্থাটা এখনও বদলায়নি

একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে: নাছির উদ্দিন চৌধুরী

গোপালগঞ্জে ৭ ইউপি মেম্বারের আ. লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

হবিগঞ্জ সদর হাসপাতালে চরম অনিয়ম

ধোবাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ক্ষমতা জিনিসটাই খারাপ, রাজনীতি আরো খারাপ