দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সভাপতি ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার কানাচোয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
মডেল থানার ওসি এম আব্দুল হালিম বলেন, ডেভিলহান্ট অপারেশন ফেস টু এর অভিযানে নিষিদ্ধ সংগঠনের একজন পদধারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।