কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের দুপাশে অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমুদ্র সৈকত পাড়ের প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে সোনারপাড়া বিচ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকূলীয় এলাকায় সরকারি খাস জায়গায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। সম্প্রতি বেহাত হওয়া এ খাস জায়গা উখিয়া উপজেলা প্রশাসনের নজরে আসামাত্র তা উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, অভিযানের মাধ্যমে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ২ একর ৫৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছি। একটি চক্র সরকারি এ জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে জায়গা উদ্ধার করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।