হোম > সারা দেশ

৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আমার দেশ ডেস্ক

মাদারীপুর, নরসিংদী, হবিগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরের শিবচরে তিনজন, নরসিংদীর শিবপুরে ও হবিগঞ্জের বাহুবলে দুজন এবং নাটোরের লালপুরে একজন মাদরাসা শিক্ষার্থী আছেন। এসব দুর্ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ওসিরা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ আরো ২ জন আহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম (৩৫) এবং কিশোরগঞ্জের সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সবজিবোঝাই একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন।

নাটোরের লালপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামের আরো ২ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন মাহিম নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও নুরুল্লাপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন ওই একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদ আহমেদ ও মৃত নিয়াত সরদারের ছেলে আব্দুল হাকিম।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

সাভারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালিত

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুলিবিদ্ধ, আটক ৪

ক্ষমতায় আসলে জনগণকে স্বাস্থ্য, কৃষি ও ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

অবশেষে নাছির উদ্দীনের হাতেই ধানের শীষ

নোয়াখালীতে বিআরটিসির ২ বাসে অগ্নিসংযোগ

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মজিবুর রহমান

শুক্রবার থেকে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ শুরু করবেন ‘কৃষ্ণ নন্দী’

নাফ নদীর মোহনায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আটকা সেন্টমার্টিনগামী ট্রলার