হোম > সারা দেশ

গোপালগঞ্জে কারফিউতেও যানবাহন চলছে, আটক ২০

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে কারফিউতেও যানবাহন চলাচল করছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে। গত রাতে গোপালগঞ্জ শহর ছিল ভুতুড়ে নগরী। 

সকালে সীমিত আকারে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে, এছাড়া শাহরে রিকশা চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। গত রাতে শহরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। 

যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। 

ভোরের আলো ফোটার পর চাঞ্চল্য দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তেমন একটা তৎপরতা নেই। তবে জেলা কারাগারে সামনে সেনাবাহিনী সদস্যরা অবস্থান করছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। তারা গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে।

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

দৌলতখানে জামায়াতের নেতাকর্মীর ওপর বিএনপির হামলা, আহত ২০

রসুন ক্ষেতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

বিজয় দিবস উপলক্ষে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া মাহফিল

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা