হোম > সারা দেশ

পাবনা-৪ আসনে বিএনপির ৩ নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের প্রার্থিতার আগ্রহী জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ নেতার অনুসারীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মো. আরিফুর রহমান কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু, ফজলুর রহমান মাস্টারসহ নেতৃবৃন্দ।

এরআগে গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু'র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম ফজলুর রহমান, আব্দুল্লাহ আল ওমর সুমার খান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আনোয়ার হোসেন জনি সহবিএনপির নেতৃবৃন্দ।

এদিকে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে হাবিবুর রহমান হাবিব এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।

মনোনয়ন ফরম প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া জানান, সোমবার ২২ ডিসেম্বর পর্যন্ত তিনটি ফরম বিতরণ করা হয়েছে। তবে আরো এক সপ্তাহ সময় রয়েছে। আমরা আশা করছি অন্যান্য প্রার্থীরা ফরম উঠাবেন। তিনি জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের পদক্ষেপ থাকবে।

দেবিদ্বারে বিএনপিতে যোগদানের পর গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

আট দলের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম নিলেন মুফতি সোবাহান

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৩ স্কুলছাত্র নিহত

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ