হোম > সারা দেশ

যৌথ অভিযানে ১৪৮৫ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১,৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর ১১টা ৪০ মিনিটে তালতলী–আমতলী সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল উপজেলার তালতলী–আমতলী সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় মো. হুমায়ুন কবির (৪০) এবং মোছা. খুকুমনিকে আটক করা হয়।

পরে তাদের বহন করা ব্যাগ এবং দেহ তল্লাশি (নারী পুলিশের মাধ্যমে) করে মোট ১,৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নৌবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা, মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, নৌবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

২০ ডিসেম্বর থেকে ট্রেনযাত্রায় গুণতে হবে বাড়তি ভাড়া

আ.লীগ নেতার দাপটে বন্ধ সড়ক সংস্কার কাজ

নেতা বিএনপির সদস্যপদ ফিরে পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকা নিহত

গণদোয়ার আয়োজন করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

কবি আবদুল কুদ্দুস ফরিদীর ইন্তেকাল

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ৫৬ লাখ টাকার ক্ষতি

র‍্যাবের হাতে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিএনপি অফিস ভাঙচুর করে ২২ নেতাকর্মীকে পিটিয়ে আহত