হোম > সারা দেশ > ময়মনসিংহ

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণের জেরে দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজের মুখোমুখি হওয়া চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ নি:শর্ত ক্ষমা চাওয়ায় অবশেষে ডিজির উদারতা ও মানবিকতায় ক্ষমা পেয়ে পূর্বের পদে পুনর্বহাল হয়েছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে তার পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়।

৬ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। পরিদর্শনের সময় জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে তিনি একাধিক প্রশ্ন তুললে ক্যাজুয়ালটি ও ওটি ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. ধনদেব উত্তেজিত হয়ে উচ্চকণ্ঠে তর্কে জড়িয়ে পড়েন, যা সরকারি বিধি-বহির্ভূত ও প্রকাশ্য অশোভন আচরণ হিসেবে দেখা হয়। ঘটনাস্থলেই ডিজি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন এবং পরে শোকজ নোটিশ জারি করা হয়।

পরবর্তীতে ডা. ধনদেব শোকজের জবাবে লিখিতভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ আর কখনো করবেন না বলে অঙ্গীকার করেন। তার জবাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।

নিঃশর্ত ক্ষমা চেয়ে ডা. ধনদেবের দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর “তার উদারতা ও মহানুভবতায়” ডা. ধনদেবকে ক্ষমা প্রদর্শন করেন। মহাপরিচালকের নির্দেশে তাকে আবারও তার পূর্বের দায়িত্ব ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই আদেশ গতকাল বুধবার থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান।

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বিএনপির কাছে ময়মনসিংহ- ১০ আসন চায় জমিয়ত

অস্ত্রের মুখে নির্মাণাধীন রাস্তার ২২ ড্রাম বিটুমিন ডাকাতি

সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

বিয়ের দুই মাসেই বাবার বাড়িতে গৃহবধূর মৃত্যু

ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেবের ষড়যন্ত্র ফাঁস

প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে নির্বাচনি মাঠ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী