হোম > বাণিজ্য

দেশে স্বর্ণের দাম কমেছে

আমার দেশ অনলাইন

স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গতকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

নেগেটিভ ইক্যুয়িটি সমন্বয়ে সময় পেল আরও ১১ প্রতিষ্ঠান

সামিট এলএনজি টার্মিনালের ২৫০তম এসটিএস ট্রান্সফার মাইলফলক অর্জন

সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু: চেয়ারম্যান আইয়ুব মিয়া

সিন্ডিকেট এবার ধরাশায়ী, ভারত সীমান্তে পচছে বিপুল পেঁয়াজ

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর

নভেম্বরে রেমিট্যান্স বাড়ল ৩১.৩৭ শতাংশ

একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন