হোম > বাণিজ্য

এনইআইআর বাস্তবায়ন না হলে রফতানিমুখী মোবাইল ফোন খাতের অপমৃত্যু ঘটবে

মিট দ্য প্রেসে এমআইওবি

স্টাফ রিপোর্টার

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) বাস্তবায়ন না হলে দেশের রফতানিমুখী মোবাইল ফোন খাতের অপমৃত্যু ঘটবে বলে জানিয়েছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)। তারা বলেন, এনইআইআর নিয়ে অপপ্রচার বেশি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে মোবাইল ফোনের দাম বাড়বে না; বরং কমবে এবং দেশে মানসম্মত মোবাইল ফোন উৎপাদন সম্ভব হবে।

সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে এমআইওবি আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশের মোবাইল ফোনের দোকান খোলা আছে; শুধু বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের দোকানগুলো বন্ধ রয়েছে।

এমআইওবি কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “এনইআইআর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্রচারিত তথ্যগুলো সবাইকে যাচাই করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রে আমদানি বন্ধ হলে অফিসিয়াল পিআই মূল্যের চেয়ে কম দামে প্রিমিয়াম মডেল কেনা যাবে। যারা এখন আন্দোলন করছেন, চাইলে ১০ শতাংশ কমিশনে তাদের ব্যবসার সুরক্ষা দেওয়া যেতে পারে। দেশে বর্তমানে প্রায় ১২ হাজার মোবাইল দোকান রয়েছে, যেখানে মোট বিক্রয়ের ৯০ শতাংশই আমাদের সঙ্গে ব্যবসা করেন। আন্দোলনে বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক ছাড়া অন্য সব দোকান খোলা আছে।”

মোবাইল ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহুল কাপুরিয়া বলেন, “বিপণন ব্যবস্থায় বিপুল জনগোষ্ঠী কাজ করে। এসআর থেকে সেলসম্যান—দেশের ৯৫ শতাংশই বৈধ ফোনের ব্যবসায় জড়িত। অথচ মিথ্যা অভিযোগ ও গল্প বানিয়ে আবেগ কাজে লাগিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে।”

শাওমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন চৌধুরী বলেন, “যারা কর ফাঁকি বা সিন্ডিকেটের অভিযোগ করছেন, বাস্তবতা তার উল্টো। আমরা একটি সম্ভাবনাময় রফতানি খাত গড়ে তুলছি। কিন্তু বর্তমান পরিস্থিতি এ শিল্পের মৃত্যু ঘটাতে পারে।”

মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের প্রতিনিধি ইমাম উদ্দীন, স্যামসাং মোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের সেলস হেড মো. সাইফুদ্দিন টিপু প্রমুখ। অনুষ্ঠানে মোবাইল ফোন ডিস্ট্রিবিউটররাও উপস্থিত ছিলেন।

এসআর

বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত কোম্পানির তালিকাভুক্তি বাস্তবায়নের তাগিদ বিএসইসি চেয়ারম্যানের

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

আবেদন দেড় হাজার, নিষ্পত্তি ৯০০

পেঁয়াজের কেজি ২০০ টাকা পার করানোর হুমকি দিয়েছিল সিন্ডিকেট

আমদানির খবরে পেঁয়াজের দামে বড় পতন

শীর্ষ ৫০ গ্রুপের কাছে ব্যাংকঋণ সাড়ে তিন লাখ কোটি টাকা

মামলায় ঝুলে আছে চার লাখ কোটি টাকার খেলাপি ঋণ

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

পিএসআর উপস্থাপন থেকে রেলওয়েকে অব্যাহতি

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাবের আমানত কমেছে