হোম > বাণিজ্য

নতুন বছরের শুরুতে কমছে স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

মেয়াদ পূর্ণ হলেও ভাঙানো যাবে না মেয়াদি আমানত, নির্ধারিত হলো সময়সীমা

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

অর্থবছর শেষে রেমিট্যান্স ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

ব্যাংক হলিডে বুধবার, বন্ধ থাকবে লেনদেন

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

পাঁচ ব্যাংকের আমানতকারীরা নতুন ব্যাংক থেকে ২০ শতাংশ ঋণ পাবেন

তিন ধরনের পণ্য আমদানিতে শুল্ক কমাচ্ছে চীন