আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। গত এপ্রিল মাস থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। তবে এ সময়ে ব্যাংকটি তাঁকে নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে আসছিল। অবশেষে তাঁকে অপসারণ করে ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়। ফলে ব্যাংকের চাকরি হারিয়েছেন ফরমান আলী চৌধুরী।
ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগের অর্থ তছরুপ করার ঘটনা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে জড়িত ও সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আরও অধিকতর তদন্তের জন্য জড়িত কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী গত এপ্রিলে এক পর্ষদ সভায় এমডিসহ দুই ডিএমডি ও ট্রেজারি বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে উঠা অভিযোগের প্রমাণ মিলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য পাঠায়। আজ সোমবার এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।