হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকে চালু হলো ই-ডেস্ক

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নোটিং ব্যবস্থায় ডিজিটালাইজেশন উদ্যোগ হিসেবে ই-ডেস্ক সিস্টেম চালু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর এ সিস্টেমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রচলিত কাগজভিত্তিক নোটিং পদ্ধতির বাইরে এখন থেকে অনলাইনভিত্তিক নোটিং ব্যবস্থা চালু করছে। শুরুতে এ সিস্টেমটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি বিভিন্ন অফিসে চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিস্টেমটি যৌথভাবে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ–১ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা ডেভেলপ করেছেন। আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সব নোটিং ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন করা হবে। পরবর্তীতে ১ জানুয়ারি থেকে সব পর্যায়ের নোটিং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর সিস্টেমটির সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোশাক খাতে রক্তক্ষরণ

দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে ১ লাখ

ব্যাংকের নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস নয়

ডিসেম্বরের ৮ দিনে এলো ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স

হজযাত্রীদের বিমান টিকিটে শুল্ক প্রত্যাহার এনবিআরের

বাজার থেকে আড়াই বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

৪০ টাকা আমদানির পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি

১ লাখ নতুন ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের

প্রার্থীদের ঋণখেলাপি তথ্য প্রস্তুতের নির্দেশ

এনইআইআর বাস্তবায়ন না হলে রফতানিমুখী মোবাইল ফোন খাতের অপমৃত্যু ঘটবে