হোম > বাণিজ্য

ঋণ নবায়নের নির্দেশনা মানছে না ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

চলমান ঋণ নবায়নের নির্দেশনা মানছে না ব্যাংকগুলো। এমন অবস্থায় আগামীতে এ ধরনের ঋণ নবায়নে দুটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী একটি চলমান ঋণ বিদ্যমান মেয়াদের মধ্যে সম্পূর্ণ সমন্বয় অথবা নবায়ন করতে হবে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে ঋণের সীমাতিরিক্ত অংশসহ নতুন ঋণসীমা নির্ধারণপূর্বক নবায়ন অনুমোদন প্রদান করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নবায়নের উদ্দেশ্যে সীমাতিরিক্ত অংশ পৃথক ঋণ হিসেবে স্থানান্তর করা হচ্ছে, যা ব্যাংকিং নিয়মাচারের পরিপন্থি।

এমন অবস্থায় ব্যাংক খাতে ঋণ শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে আগামীতে দুটি নির্দেশনা পরিপালনের কথা বলা হয়। এগুলো হলো-চলমান ঋণসমূহ বিদ্যমান মেয়াদের মধ্যে নবায়ন করতে হবে। তবে ঋণের সীমাতিরিক্ত অংশ সমন্বয় ব্যতীত ঋণ নবায়ন করা যাবে না। চলমান ঋণের সীমাতিরিক্ত অংশ মূল ঋণ হিসাব হতে পৃথকপূর্বক নতুন ঋণ সৃষ্টি বা অন্য কোনো ঋণ হিসাবে স্থানান্তর করা যাবে না।

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম

টাকা ফেরত পাবেন ৯ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা

টানা উত্থানের পর কিছুটা কমল স্বর্ণের দাম

সুপারিশ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে স্পিনিং মিল বন্ধের ঘোষণা

পরিচালকদের টানা তিন মাসের বেশি ছুটি নয়

৪ শতাংশ হারে মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

হাত ঘুরলেই দাম বাড়ে পাঁচ কৃষি পণ্যের, ‘লাভের গুড়’ খায় মধ্যস্বত্বভোগীরা

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

১৩১ টাকা দরে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার