বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন অনুষ্ঠিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রার্থীরা।
শনিবার শাহবাগে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। অভিযোগ করেন মুখ্য সচিবের বিরুদ্ধেও।
এ সময় তারা প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে বলেন, আজ সন্ধ্যার মধ্যে ৪৩ ও ৪৪তম বিসিএস থেকে অধিক হারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে। পরে তারা তিন দফা দাবি উত্থাপন করেন।
তিন দফা দাবির মধ্যে রয়েছে- অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ, নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা এবং ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।