হোম > রাজধানী

বাসে নারীকে হেনস্তা: মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার সেই হেলপার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার অভিযোগে বাসের হেলপার ও চালকের সহকারী নাজিম উদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। ফেসবুকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার তিন দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর ধানমণ্ডি ১৫ থেকে বছিলা যাওয়ার পথে রমজান পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নাজিম উদ্দিন ওই বাসের চালকের সহকারী ছিলেন। যাত্রাপথে তিনি এক তরুণী যাত্রীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে তরুণী প্রতিবাদ করলে নাজিম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তাঁকে চড় মারেন। আত্মরক্ষার্থে তরুণীও জুতা খুলে পাল্টা আঘাত করেন।

ভিডিওতে দেখা যায়, তরুণী উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করছেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ এরপর ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী দ্রুত নিজেকে সামলে আবারও প্রতিরোধ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেন, কেউ কেউ আবার উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ছাত্রী শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিম উদ্দিন ধানমণ্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলা রুটে চলাচলরত রমজান পরিবহনের বাসে কর্মরত ছিলেন। ভাড়া নিয়ে কথাকাটাকাটির সময় তিনি তরুণীর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন, যা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি

তিন দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ

ইউসিএসআই বাংলাদেশ ব্রাঞ্চের মেগা স্কলারশিপ ঘোষণা

বিএফইউজের সমাবেশে সাংবাদিক সুরক্ষায় ৩৯ দফা ঘোষণা

রূপনগর লেক প্রায় ‘উধাও’ গভীর ঘুমে কর্তৃপক্ষ

রাজধানীর যেসব মার্কেট শনিবার বন্ধ

হাজারীবাগে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে জামায়াতের মোটর শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচি

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ’র ইলেকট্রিশিয়ানকে পিটিতে হত্যা