বৈশ্বিক আলোক প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লেডভান্স ঢাকা গুলশান–১ এর লেকশোর হাইটসে আয়োজন করা এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে রোববার ।
অসরাম ও লেডভান্স-এর সমৃদ্ধ ঐতিহ্যের ধারক এই প্রতিষ্ঠান আধুনিক, দক্ষ, টেকসই আলোক প্রযুক্তি ও বৈদ্যুতিক অ্যাকসেসরিজের মাধ্যমে বাংলাদেশের ভোক্তা, বাণিজ্যিক ও শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে। বর্তমানে লেডভান্স বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশে নিজস্ব অফিস এবং ১৪০টিরও বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে বলে জানা যায়। বাংলাদেশের বাজারে প্রবেশ প্রতিষ্ঠানটির উচ্চমান, উদ্ভাবন এবং সর্বাধুনিক সমাধান প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে লেডভান্স-এর বৈশ্বিক সক্ষমতা সম্পর্কে একটি উপস্থাপনা করা হয়। দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মি. লেভেন কাও, আঞ্চলিক ব্যবস্থাপক মিসেস জেটি ইয়াং এবং কান্ট্রি ম্যানেজার মি. তানজিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সম্মানিত ব্যবসায়িক অংশীদার এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
অতিথিদের সঙ্গে মতবিনিময় পর্বে বক্তারা বলেন, লেডভান্স বাংলাদেশে আলোক ও বৈদ্যুতিক খাতে নতুন মানদণ্ড তৈরি করতে চায়। তারা বিশ্বাস করেন—উদ্ভাবন, প্রযুক্তি ও গুণমাননির্ভর আধুনিক সমাধান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লেডভান্স শীঘ্রই বাংলাদেশের বাজারে তাদের বিভিন্ন উচ্চমানের লাইট ও ইলেকট্রিক্যাল অ্যাকসেসরিজের সরবরাহ আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করে।