হোম > রাজনীতি

ঢাকাস্থ পীরগাছা-কাউনিয়াবাসীর সঙ্গে মতবিনিময় এমপি প্রার্থী এটিএম আযম খানের

আমার দেশ অনলাইন

ঢাকাস্থ পীরগাছা-কাউনিয়াবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, রংপুর মহানগরী আমির ও রংপুর-৪ আসনে মনোনীত সংসদ সদস্যপ্রার্থী কেন উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান।

শনিবার রাজধানীর মিরপুরের গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে তিনি বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের সঙ্গে পীরগাছা ও কাউনিয়া উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

উন্মুক্ত সেশনে পীরগাছা ও কাউনিয়ার ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন ও সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন।

ভোটারদের উদ্দেশে এটিএম আযম খান বলেন, আপনাদের সুযোগ যা আছে তা কাজে লাগাবেন। তাহলে শত্রুতের হুমকি (থ্রেট) পদদলিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, যা ইতোপূর্বে বারবার হয়েছে।

দেশ গড়ার জন্য ছত্রিশ জুলাই (৫ আগস্ট পর্যন্ত) যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি। জুলাইয়ের চেতনায় দেশ গড়তে সকলে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবার নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠা আজ সময়ের দাবি।' এছাড়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, জনগণের জীবনমান উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে একটি কার্যকর রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মত প্রকাশ করেন তারা।’

ভোটের মাঠে অবৈধ টাকার ব্যবহার ও পেশিশক্তির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচনকালীন প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। এছাড়া জামায়াতের নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার আহ্বানও জানান বক্তারা।

ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যপ্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার আবিদ হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-৪ আসন পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ, কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম, পীরগাছা উপজেলা আমির প্রভাষক বজলুর রশিদ মুকুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া, অ্যাডভোকেট বাবার আলী, পীরগাছা সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু জায়েদ আনসারী, সোসাইটির সহসভাপতি খাইরুল মোস্তাক সুমন, বদিউজ্জামান রাসেল, শাহাদাৎ হোসাইন, আব্দুল মা’বুদ, সোসাইটির সেক্রেটারি বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

জামায়াতের নেতৃত্বে কল্যাণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসুন: ড. হেলাল উদ্দিন

উন্নত সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে ইবিএল–এসএসসিএল চুক্তি

‘ম্যারেজ সংস্থার’ আড়ালে নারীদের সর্বনাশ করা মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজধানীতেই ঝুঁকিপূর্ণ ভবন ৬ লাখ, অতি ঝুঁকিতে ৩২১

রাজধানীতে ফার্নিচারের দোকানি গুলিবিদ্ধ

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

রাজধানীতে বাসে আগুন

পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

সূচনায় ক্যানসার নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ

জনগণ ও অন্যান্য রাজনৈতিক দল নিয়ে এলাকার কল্যাণে কাজ করবো: রবিন