জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বা একক দল রাষ্ট্র পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে এদেশের শীর্ষ আলেম-ওলামা। যাদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত করা সম্ভব।
রোববার বিকেলে জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচার মিছিল পূর্বক রাজধানীর গুলিস্তানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব গেলে তারা এবার দেশকে দেউলিয়া করে ছাড়বে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব জাতির নেতৃত্ব দিতে পারে না। যারা ক্ষমতার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে খুন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে হাসিনার চেয়েও ভয়াবহ গণহত্যা চালাবে। যাদের হাতে কর্মীর রক্ত লেগে আছে তাদের কাছে কখনো দেশ ও জাতি নিরাপদ নয়।
তিনি দেশ ও জাতির নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় নির্বাচন এবং গণভোট’ একই দিনে আয়োজন করা চ্যালেঞ্জিং প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের উদ্বক্তি তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে নির্বাচন ব্যবস্থাকে গণহত্যার (জেনোসাইড) সামিল হবে। যেখানে কমিশন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করাকে চ্যালেঞ্জিং মনে করে সেখানে সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে না করে, আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।