রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুই নাশকতার মামলায় আপিলে খালাস পেয়েছেন দণ্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
বুধবার ঢাকার ১৬ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ সেলিনা আক্তার আপিলের রায়ে তাকে খালাস দেন। ইসহাক সরকার আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য জানান।
মামলার বিবরণ থেকে, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে একই বছরের ৭ অগাস্ট কোতোয়ালি থানার মামলায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
দুই মামলায় গত ৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন ইশহাক সরকার। ওইদিন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো। পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। পরে সাজার বিরুদ্ধে আপিল করে আজ খালাস পেলেন তিনি।
দুই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালি থানা এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানার এলাকায় ইসহাক সরকারের নেতৃত্বে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। তখন তাকে গ্রেপ্তারে চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় বংশাল থানায় মামলা করে পুলিশ।