হোম > আইন-আদালত

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীসহ ৪ জনের আয়কর নথি সিআইডিকে দেয়ার আদেশ

স্টাফ রিপোর্টার

ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চার জনের আয়কর নথি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'কে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।

এ আদেশের আওতায় থাকা অন্যরা হলেন- মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস মো. শাহাদাৎ হোসেন।

এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের আয়কর নথিসহ আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আদালতের কাছে আবেদন করেন। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, অভিযুক্ত মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দুয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল-৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র সরবরাহের আদেশ দেয়া একান্ত প্রয়োজন।

জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

৩ শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

প্রধান বিচারপতির নেতৃত্বে বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা

আবু সাঈদ হত্যা: সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সপ্তম দিনের আপিল শুনানি শুরু

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল