হোম > আইন-আদালত

হাসিনার প্লট দুর্নীতির মামলায় লঘু শাস্তি পেলেন খুরশিদ, জানা গেল কারণ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির তিন মামলায় দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

একই মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশিদ আলমকে লঘু শাস্তি হিসেবে ১ বছর করে তিন মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি তার তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ওই তিন মামলার রায় ঘোষণা করেন।

হাসিনা পরিবারের তিনজন ছাড়াও এ তিন মামলায় আরো ২০ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন কেবল একজন।

রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম গত ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে দেয় আদালত। রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। আদালতকে সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করায় তাকে লঘু শাস্তি হিসেবে ১ বছর করে তিন মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে শেখ পরিবার ছাড়া মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ৩ মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার ৩ মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন ৩ মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড,গৃহায়ন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ৩ মামলায় ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ২ মামলায় ৬ বছর করে ১২ বছরের কারাদণ্ড, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম ৩ মামলায় ১ বছর করে ৩ বছরের কারাদণ্ড।

হাসিনার সম্পদের লোভ আছে: বিচারক

হাসিনার যে কাণ্ডে অবাক হয়েছেন বিচারপতি

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

শেখ পরিবার ছাড়াও আরো ৬ জনকে কারাদণ্ড

জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড

রাজউকের সদস্য খুরশিদ আলমের এক বছরের কারাদণ্ড

৩ মামলায় হাসিনার ২১ বছর কারাদণ্ড

হাসিনার প্লট দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ড

হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় পড়া শুরু

প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার