হোম > আইন-আদালত

জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় নিহত জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- বর্ষার প্রেমিক মো. মাহির রহমান (১৯) ও ফারদীন আহমেদ আয়লান (২০)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

বংশাল থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, মামলার এজাহারে উল্লেখিত তিন আসামিকেই পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি টিউশন করতেন। প্রতিদিনের মত তিনি ১৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বর্ষাকে পড়ানোর জন্য যান। একই দিনে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে ছাত্রী বর্ষা জোবায়েদ হোসাইনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারের মাধ্যমে জানায়– ‘জোবায়েদ স্যার খুন হয়ে গেছে, কে বা কারা জোবায়েদ স্যারকে খুন করে ফেলছে।’

ঘটনার বিষয় ১৯ অক্টোবর রাত ৭টায় জবি শিক্ষার্থী মো. কামরুল হাসান মামলার বাদী জোবায়েদের ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। তার ভাই সৈতক ওইদিন রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

সৈকত সেখানে গিয়ে তার পরিচিত বড় ভাই এ্যাড. ইশতিয়াক হোসাইন জিপুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল রৌশান ভিলার নিচতলা থেকে উপরে উঠার সময় সিঁড়ি এবং দেয়ালে রক্তের দাগ দেখতে পান। ওই ভবনের ৩য় তলার রুমের পূর্ব পাশের সিঁড়িতে নিয়ে গেলে সিঁড়ির উপর জোবায়েদের মরদেহ দেখতে পান।

বাদী সৈকত এজাহারে উল্লেখ করেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হন যে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জোবায়েদকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে।

নিহতের ভাই সৈকত বলেন, পরিবারের সঙ্গে পরামর্শ করেই মামলা করেছি। গতকাল মানসিক অবস্থা ভালো না থাকায় একটু দেরি হয়েছে। আমরা চাই প্রকৃত অপরাধীরাই যেন শাস্তি পায়, নির্দোষ কেউ যেন না ফাঁসে। মামলায় যাদের নাম দিয়েছি, তাদের সবাইকেই পুলিশ গ্রেপ্তার করেছেএজন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।

গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার রৌশান ভিলায় টিউশনি করতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল: আসামিপক্ষের আইনজীবী

অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাব-জেল নয়

লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড

পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে যাদের কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

১৫ সেনা কর্মকর্তাকে কোথায় রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটর

অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সেনাবাহিনী সহায়তা করেছে

হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

গুমের মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে