হোম > আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে তার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনা বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া, আসামি লুৎফুল তাহমিনা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করে এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সকল আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

সাবেক মেয়র তাপস ও তার সন্তানদের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর

এসএ গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সালমান এফ রহমানের ৫৪ কোটি টাকা অবরুদ্ধ, ৩৬ বিঘা জমি জব্দের আদেশ

জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

নাসার নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

দুই সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

সাংবাদিকদের কলম থামানো আইনের অবসান দরকার

ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে

হাইকোর্টে ঢাবি শিক্ষক কার্জনের জামিন