হোম > আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে তার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনা বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া, আসামি লুৎফুল তাহমিনা খান প্রত্যক্ষ সহযোগিতায় নিজ এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করে এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সকল আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

শিশুকে নির্যাতনের অভিযোগে প্রিন্সিপালের স্বামী কারাগারে

কোন দেশের নাগরিকত্ব নিয়েছিলেন গফুর ভূঁইয়া, ফেঁসে গেলেন কিভাবে

দুর্নীতি মামলায় পিএসসির গাড়িচালক আবেদ আলী কারাগারে

স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন দুই দিনের রিমান্ডে

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী ৬ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি শহীদুলসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

গ্রেপ্তারি পরোয়ানার দুই ঘণ্টার মধ্যেই জামিন সিমিন রহমানের