হোম > আইন-আদালত

প্রবাসী আয়ে ভর করে রিজার্ভ প্রায় ২৭ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার

প্রবাসী ও রফতানি আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। সর্বশেষ গত এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় সাড়ে ৪৮ কোটি ডলার। এর ফলে গত বৃহস্পতিবার দিন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বেড়ে হয়েছে প্রায় পৌনে ২৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে যায়। আকু বিল পরিশোধের আগে রিজার্ভ ছিল ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। তবে গত কয়েক মাসে প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধি ও রফতানি আয় ইতিবাচক থাকায় রিজার্ভ আবার ২১ বিলিয়ন ডলার অতিক্রম করে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত বৃহস্পতিবার দিনশেষে বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে গত ১০ এপ্রিল যা ছিল ২০ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। ফলে গত সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৪৮ কোটি ৬১ লাখ ডলার। অন্যদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বেড়ে হয়েছে ২৬ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে গত ১০ এপ্রিল যা ছিল ২৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ফলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ৫৮ কোটি ১৮ লাখ ডলার।

আইএমএফ ঋণের শর্ত অনুযায়ী, আগামী জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ-(এনআইআর) ১৭ বিলিয়ন ডলার থাকতে হবে। বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার। তবে আগামী জুনের মধ্যে আইএমএফের নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বাংলাদেশ ব্যাংক।

ঈদের পরও ইতিবাচক গতিতে বাড়ছে প্রবাসী আয়। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ডলার। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেও বড় অঙ্কের রেমিট্যান্সের দেখা পাবে বাংলাদেশ। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডির ব্যবসা চাঙ্গা ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি কমে এসেছে। আবার ব্যাংকিং চ্যানেলেই এখন ডলারের দাম বেশি মিলছে। যে কারণে এখন কেউ ঝুঁকি নিয়ে অবৈধ পথে দেশে টাকা পাঠাতে চাইছেন না। ফলে ঈদের পরও প্রবাসী আয়ে স্বাভাবিক গতি অব্যাহত আছে।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ফারাহ মাহবুব

জয় ও পলকের বিচার শুরুর আদেশ

আত্মসমর্পণের আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে

সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু আজ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ

এস আলমের জব্দকৃত সম্পদ তদারকিতে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পাননি আসিফ মাহমুদের সাবেক এপিএস

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, এখন রায়ের অপেক্ষা

শহীদ ওসমান হাদি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলে আরো সময় পেল সিআইডি