হোম > আইন-আদালত

সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

দুর্নীতির মামলায় আসামি সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট জব্দ ও দশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। জব্দকৃত ফ্ল্যাট দুটি ঢাকার নিকুঞ্জে অবস্থিত। অবরুদ্ধ করা ১০ টি ব্যাংক হিসেবে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, আসামি এয়ার চিফ মার্শাল সাবেক বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায় যে, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে ক্রয় করেছেন এবং এ বিষয়ে সানজিদা আক্তার তাকে সহযোগিতা করেছেন।

তিনি সানজিদা আকতারের নামে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জে ৯৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট কিনে দিয়েছেন। এছাড়া, বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লক্ষ টাকার বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে প্রতীয়মান হয়।

তদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সানজিদা আক্তার এসব স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই এসব স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

হাইকোর্টে স্থায়ী হলেন যে ২২ বিচারপতি

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই মুক্তি বায়রার ফখরুলের

আজহারীর বই নকল, ডিবিকে তদন্তে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে

আরো ৩ হত্যা মামলাসহ চার মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন ১৭ নভেম্বর

বাগেরহাটে ৪ ও গাজীপুরে ৫টি সংসদীয় আসন থাকবে

বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: ১২ জনের জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ