হোম > শিক্ষা

শিক্ষার্থীরা যেকোনো সময় প্রশ্ন করতে পারবে: ডাকসু ভিপি

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম শহীদদের কবর জিয়ারতের পর শিক্ষার্থীদের প্রতি অবিচল সেবা দেওয়ার অঙ্গীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদের প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা।’

বৃহস্পতিবার রায়েরবাজার শহীদদের সমাধি জিয়ারতের সময় ভিপি ও জিএস এসএম ফরহাদ শিক্ষার্থীদের জন্য নিবেদিত সেবা প্রদানের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের সম্মান জানানোর প্রতিশ্রুতি দেন।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল জুলাই বিপ্লব এবং ১৯৭১ মুক্তিযুদ্ধের শহীদদের সমাধি জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

ক্যাম্পাস পরিবর্তনের আশার ওপর জোর দিয়ে সাদিক বলেন—আমাদের যে সময় আছে, আমরা আশা করি তা অনুযায়ী জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাসকে সাজাতে পারব। আমাদের লক্ষ্য স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করা।

জুলাই বিপ্লবে দুই হাজার শিক্ষার্থী নিহত হন, যা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের অভূতপূর্ব আত্মত্যাগের প্রতীক। এই শহীদদের ‘আমাদের প্রেরণার বাতিঘর’ উল্লেখ করে সাদিক বলেন—যা সারাদেশে বৈষম্যহীনতার লক্ষ্যে ছাত্র সংসদের কার্যক্রমকে চালিত করবে।

সাদিক বলেন, শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা কাজ করবো। এতে শিক্ষার্থী ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দায়িত্ববোধের সুস্পষ্ট কাঠামো প্রতিষ্ঠিত হবে মনে করেন তিনি।

বিজয়ী প্যানেলের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ‘বৈষম্যহীন বাংলাদেশের নিখুঁত উদাহরণ’ প্রদর্শন করা উল্লেখ করেন ভিপি সাদিক।

আনুষ্ঠানিক শপথ গ্রহণের পরই নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হবে নিশ্চিত করে জিএস ফরহাদ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের কাজ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পরই শুরু হবে।’

প্যানেলটি শহীদ পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ‘জুলাই শহীদদের পরিবারই আমাদের পরিবার; সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহায়তার পরিকল্পনা তুলে ধরেন সাদিক

রায়ের বাজারের শতাধিক কবর অচিহ্নিত জুলাই শহীদের ধারণ করছে, যা বিপ্লবের মানবিক ক্ষতির প্রকট চিত্র ফুটিয়ে তোলে। নেতৃত্ব শহীদদের স্মৃতিস্মারণ চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘সুন্দর ক্যাম্পাস’ নির্মাণের প্রতিশ্রুতি দেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান ঊর্ধ্বতন প্যানেল সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ডুজারের ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

শাকসুর দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে: শিক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

৫ যুগ পর ডাকসুর উদ্যোগে ঢাবির কেন্দ্রীয় মসজিদ সংস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৬ মণ্ডপে দেবী সরস্বতীর আরাধনা

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা

গতানুগতিক সিলেবাসের কারণে স্নাতক ডিগ্রিধারীরা চাকরির বাজারে হতাশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন