হোম > শিক্ষা

ফের রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, রাবি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ২ ঘণ্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছি। গতকাল পিএসসির সিদ্ধান্ত জানানোর কথা। তবে আমরা কোনো সিদ্ধান্ত জানতে পারেনি। আমরা পিএসএসিকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা একটি যোক্তিক সময় চাচ্ছি, যাতে আমরা যথাযথ প্রিপারেশন নিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো পজিটিভ সিদ্ধান্ত না পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন করে যাবো।

আনদোলনরত আরেক শিক্ষার্থী বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি দিতেও চাই না, আমরা এর আগে পিএসসি’র সাথে আলোচনা করতে গিয়েছিলাম, পিএসসির চেয়ারম্যান আমাদের সাথে দেখা করেননি, তারা যদি আমাদের সাথে দেখা না করে তাহলে কাদের সাথে করবে? দ্বিতীয়ত, গতকাল যখন আমরা আন্দোলন করছিলাম তখন রেলওয়ের একজন উর্ধ্বতন কর্মকতা এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে রাত ৯টার মধ্য আমাদের জন্য পজিটিভ সিদ্ধান্ত আসবে, যদি না আসে তাহলে আমরা যেনো আবারও রেল অবরোধ করি, ওনার কথার ভিত্তিতে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা গতকাল আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু আমরা সকাল পর্যন্ত কোনো পজিটিভ আশ্বাস পাইনি, তাই আমরা বাধ্য হয়ে আবারও রেল অবরোধ করি।

উল্লেখ্য, গতকাল দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৭ ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে প্রায় ৭ ঘন্টা রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি