হোম > শিক্ষা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন ৮ ডিসেম্বর শুরু

প্রতিনিধি, শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। রোববার (৩০ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদন যোগ্যতা: ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ/কারিগরি)/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিট- এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এইচএসসিতে গণিতে কমপক্ষে জিপিএ ৩.০ (A লেভেলে C গ্রেড) প্রয়োজন। 

‘বি’ ইউনিট- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.০ থাকতে হবে। 

এছাড়া ডিপ্লোম-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। GCE এর ক্ষেত্রে IGCSE (O লেভেল) এ কমপক্ষে ২টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাশ এবং IAL (A লেভেল)-এ কমপক্ষে ১টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি: ‘এ’ ইউনিট: ১৩ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা, ‘বি’ ইউনিট: ১৪ জানুয়ারি, বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা।

আবেদন ফি:  A1 (বিজ্ঞান) ইউনিট- ১ হাজার ২৫০ টাকা,  A2 (আর্কিটেকচার)- ১ হাজার ৪০০ টাকা, B ইউনিট- ১ হাজার ২০০ টাকা। 

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://admission.sust.edu.bd) এর ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

চবিতে আবারো ভুয়া শিক্ষার্থী আটক

চবিতে ঘরের পেছনে অভিযান চালিয়ে ৩০ লিটার মদ উদ্ধার

বাকৃবিতে আড়াই মাসেও সম্পন্ন হয়নি কম্বাইন্ড ডিগ্রির কারিকুলাম প্রণয়ন

কর্মবিরতিতে দ্বিতীয় দিনেও হয়নি বার্ষিক পরীক্ষা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান এইচইসি প্রতিনিধিদলের বৈঠক

শিক্ষক আন্দোলনে অধিকাংশ স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

প্রাথমিকের দ্বিধাবিভক্ত একাংশের বার্ষিক পরীক্ষা বর্জন, মাধ্যমিকে ‘শাটডাউন’

বুয়েটে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

পরীক্ষার সময় নিয়ে মাউশির কঠোর নির্দেশনা

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি না করার অনুরোধ মন্ত্রণালয়ের