হোম > শিক্ষা

মাইলস্টোন কলেজে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সামগ্রিকভাবে ভালো ফল করেছে। তবে আগের বছরের তুলনায় জিপিএ-৫ ও পাসের হার কমেছে প্রতিষ্ঠানটিতে।

মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৯.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৭ শতাংশ। এ বিভাগের ৭৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৯.৩৪ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ২০ জন শিক্ষার্থী।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৪ সালে মাইলস্টোন কলেজের এইচএসসি ফলাফল ছিল আরও উজ্জ্বল। ওই বছর প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছিল। তাদের মধ্যে ২ হাজার জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল। অর্থাৎ, এবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ২০৯ জন।

সামগ্রিকভাবে পাসের হার সামান্য কমে ১০০ শতাংশ থেকে ৯৯.৮৩ শতাংশে দাঁড়িয়েছে, আর জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ এই সাফল্যের জন্য অবদান রেখেছেন। আমরা ছাত্রছাত্রীদের জন্য গুণগতমানের শিক্ষা প্রদান নিশ্চিত করি। নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা হয়। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান নিয়ামক।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবারের এইচএসসি ফলাফলের সাফল্য উৎসর্গ করেছেন ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে।

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১০২ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

খুনের 'বড় প্ল্যান' বাস্তবায়ন করতে দেওয়া হবে না: বিক্ষোভে ডাকসু নেতারা

শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

ডুজা সদস্যদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ পিআইবির