হোম > শিক্ষা

৭ ঘণ্টা পর রেল অবরোধ স্থগিত করলো রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ৭ ঘণ্টা পর রাত সাড়ে দশটায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ-এর আশ্বাসে অবরোধ স্থগিত করলেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ আবার চালু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিলো।

এ সময় "একদিন তিন চার পিএসসি স্বৈরাচার", "সবাই পায় ৬ মাস, আমরা কেনো ২ মাস?", "সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই", "আমার ভাই অনশনে পিসএসসি কি করে?", "আমার ভাই অনশনে, মাহফুজ কি করে?", "অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন", "অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন", "স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন", আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই"এমনসব স্লোগান দেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্য এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেন। তবে তখনো তারা আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে পশ্চিমাঞ্চলের রেলওয়ে মহাপরিচালক এসে তাদেরকে আশ্বাস দিলে তারা অবরোধ স্থগিত করেন।

অবরোধ শেষে আন্দোলনরত এক শিক্ষার্থী সাব্বির বলেন, একটু আগে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আজ রাতের মধ্যে একটা ফলাফল আসবে। পিএসসি মিটিং করছে বলে জানিয়েছেন তিনি। আমরা তার কথায় আজ আন্দোলন স্থগিত করছি। তবে আজ রাতে যদি কোনো পজিটিভ রেজাল্ট না আসে আমরা আবার আগামীকাল আন্দোলনে বসবো।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, বর্তমানে রেল যোগাযোগ নরমাল আছে। তবে সব ট্রেন লেইটে চলবে। যেহেতু শিডিউল বিপর্যয় হয়েছে তো সব ট্রেনের অফ ডে না আসা পর্যন্ত সব ট্রেন লেটে চলবে।

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৮

প্রতিবন্ধকতা পেরিয়ে উদ্যোক্তা সাজ্জাদ এবার লড়বেন জকসু নির্বাচনে

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যহীন সমাজ গঠনে রাজনীতি হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের

উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই

৩৪ বছর পর বাকৃবিতে শিবিরের নবীনবরণ

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক শিক্ষা ক্যাডারের ১৮৭০ জন

এরপরেও কী আপনারা চুপ থাকবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল