হোম > শিক্ষা

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি সংবাদদাতা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় ব্লকেড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া নামক স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে আসেন তারা।

এ সময় দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ', 'কুয়েট ভিসি চাই কী,গোলামি আর দালালি', 'দালালি আর করিস না,পিঠের চামড়া থাকবে না' প্রভৃতি স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ বলেন, কুয়েট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। কুয়েট ব্যর্থ হলে একই ঘটনা সারাদেশে নেমে আসতে পারে। প্রশাসনকে বলছি, অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার করুন। দালাল উপাচার্যকে অপসারণ করুন। পাশাপাশি অন্যায় মামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেলে কুয়েটের ঢাকাস্থ সাবেক শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবে শাহবাগ মোড়ে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেন।

এদিকে একই দাবিতে মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে প্রতীকী অনশনে বসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতৃবৃন্দ। পরে রাত ১০টা নাগাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবেন তারা।

প্রাণিবিদ্যা বিভাগে বিতর্কিতদের প্রভাষক নিয়োগে তোড়জোড়

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু