হোম > শিক্ষা

জাতি গঠনে শিক্ষা নীতির গুরুত্ব তুলে ধরে জাবিতে বিএনপির সেমিনার

প্রতিনিধি, জাবি

জাতি গঠনে শিক্ষা নীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'জাতি গঠনে বিএনপির শিক্ষা: নাউ অর নেভার শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ আলোচনা সভা শুরু হয়।

সেমিনারে বক্তারা বিএনপির প্রস্তাবিত শিক্ষা নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও স্বনির্ভর জাতি গঠনের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নীতির কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এই পলিসির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির শিক্ষানীতি বিষয় রিসার্চ কমিটির সদস্য রেদোয়ান আহমদে ও মুনিয়া আমিন। এসময় তারা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ–শিক্ষা পর্যন্ত বিএনপির শিক্ষানীতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান দেশে এসেই বলেছেন তার একটি প্ল্যান আছে। দেশের জন্য তার সব সেক্টরেই প্ল্যান আছে। তেমনই দীর্ঘদিন ধরে একটি রিসার্চ টিম শিক্ষানীতি নিয়ে কাজ করে আসছে। তারই কিছুটা আউটপুট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা তার অংশ হিসাবে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে।

শাকসু নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

গণভোটের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রচারের নির্দেশনা

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, যা জানাল অধিদপ্তর

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

নতুন পাঠ্যবইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস

ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা

নামে শিক্ষক, কাজে নিপীড়ক ছিলেন চবির রোমান

চবি শিক্ষককে হেনস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা