চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গতবছর এ পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
এবার বিদেশ থেকে অংশ নেওয়া ৪২৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭৩ জন। ফেল করেছে ৫৪ জন। বিদেশের পাসের হার শতকরা ৮৭.৩৫ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করেছে।