বিশ্ববিদ্যালয় রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন থেকে ঢাবির নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে admission.eis.du.ac.bd লগইন করে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষার্থীদের প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও দ্রুত ফলাফল জানার সুযোগ রয়েছে।
এবারের ফলাফলে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার গত বছরের তুলনায় বেশ কম। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন, যার ফলে উত্তীর্ণ শিক্ষার্থীর হার দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশে। মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য গড়ে ৩২ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় লড়েছেন।
আসন বণ্টনের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ও দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।