হোম > শিক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

শাকসু নির্বাচন স্থগিত

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে দুদিন ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমতাবস্থায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করে শাকসু নির্বাচন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের কথা জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন চৌধুরী।

গত সোমবার চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দেয় হাইকোর্ট। পরে সোমবার বিকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে জরুরি কার্যতালিকায় আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু গতকাল মঙ্গলবার হাইকোর্ট সেটি জরুরি কার্যতালিকা থেকে নিয়মিত কার্যতালিকায় নিয়ে আসে।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আবেদন হাইকোর্টের জরুরি কার্যতালিকায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, জরুরি কার্যতালিকায় রিটের রায় স্থগিত চেয়ে আবেদন করে আমাদের আইনজীবীরা। তবে আদালত সেটাকে নিয়মিত কার্যতালিকায় হস্তান্তর করে। এখন যেদিন পুরো বোর্ড বসে যেদিন সিদ্ধান্ত জানাবে সেদিন এই আবেদন আদালতে উঠবে। তারপর আমরা নির্বাচন করতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমি সব প্রক্রিয়া অবলম্বন করে সর্বোচ্চ চেষ্টা করছি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার। কিন্তু সরাসরি তো উপদেষ্টার সঙ্গে কথা বলা যায় না। আমি তার সচিবকে অবগত করেছি। তিনি আমাকে বলেছেন উপদেষ্টাকে বুঝিয়ে বলবেন প্রধান বিচারপতিকে বলার জন্য।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত জরুরি কার্যতালিকায় নিয়ে আসতে হলে প্রধান বিচারপতি আদালতকে বলতে হবে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টার মাধ্যমে বিচারপতিকে বলার। এ সময় শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রয়োজনে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে রাজি আছেন বলেও জানান উপাচার্য।

এদিকে, শাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের রায়ের পর সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীরা ১২ ঘণ্টার বেশি সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারদের অবরোধ করে রাখেন। পরে নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নেওয়ার শর্তে উপাচার্যসহ বাকিদের অবরোধমুক্ত করে দেন শিক্ষার্থীরা।

তবে, গতকাল হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের আবেদন জরুরি কার্যতালিকা থেকে নিয়মিত কার্যতালিকায় আনার প্রতিবাদে ও নির্বাচনের দাবিতে দিনভর আন্দোলন করে। গতকাল রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান। একই সঙ্গে আজ সংবাদ সম্মেলন করে শাকসু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে ঘোষণা দেন তারা।

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিটকারী ভিপিপ্রার্থী মমিনুরকে শাবিতে অবাঞ্চিত ঘোষণা