জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত পদ্ধতির পরিবর্তে শুধুমাত্র এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরীক্ষায় নেগেটিভ মার্ক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বিষয়টি আমার দেশ-কে নিশ্চিত করেছেন।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, “লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সবার খাতা একইভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। একেকজন শিক্ষক একেকভাবে নম্বর দেন। এজন্য এবারের ভর্তি পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “এবারের এমসিকিউ পরীক্ষা হবে একটু ভিন্নধর্মী। মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও ধারণাগত দক্ষতা যাচাই করা হবে। আমরা এমন প্রশ্ন করব যাতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞান ও নিজস্ব চিন্তাভাবনা একত্রে কাজে লাগিয়ে উত্তর দিতে বাধ্য হয়। এতে কেউ চাইলেও অন্যের উত্তর দেখে নম্বর তোলার সুযোগ পাবে না।”
ভর্তি পরীক্ষার নম্বর সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, এবারের ভর্তি পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। এর মধ্যে এমসিকিউ অংশে ৭২ নম্বর, এসএসসি বা সমমানের জিপিএ থেকে ১০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএ থেকে ১৮ নম্বর যোগ হবে।
তিনি জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটেই এবং এতে কোনো ‘সেকেন্ড টাইমার’ অংশ নিতে পারবে না। পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে; প্রতিটি ইউনিটে ৯৬টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ০.৭৫ নম্বর।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, প্রতিটি অনুষদের জন্য আলাদা তিনটি বিষয়ে ২৪ নম্বর করে মোট ৭২ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবসায় শিক্ষা অনুষদে যথাক্রমে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা মিলিয়ে তিন বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিন বিষয়ে পরীক্ষা হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গানিতিক বুদ্ধিমত্তা তিন বিষয়ে মিলিয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান অনুষদে রসায়ন, পদার্থ বিজ্ঞান বাধ্যতামূলক এবং গনিত ও জীববিজ্ঞান থেকে যে-কোনো একটা বিষয় নিয়ে মোট তিন বিষয়ে পরীক্ষা হবে।
শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় ঢাকার বাইরে রাজশাহী, খুলনা ও কুমিল্লা—এই তিন বিভাগীয় শহরে একই প্রশ্নে একসাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র এ-ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) এর ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে সি-ইউনিট (বিজনেস স্টাডিজ), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান) ও ই-ইউনিট (চারুকলা অনুষদ)—এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, “আমরা এমন একটি ভর্তি পরীক্ষা পদ্ধতি তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই হবে। কেউ মুখস্থ করে বা অন্যের উত্তর দেখে পাস করতে পারবে না। ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও শিক্ষার্থী-বান্ধব করতে আমরা এবার অনেক পরিবর্তন এনেছি। আমাদের মূল লক্ষ্য হলো প্রকৃত যোগ্য শিক্ষার্থীদের বাছাই করা।”
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে এবং চলবে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রথমে ১৩ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে ই-ইউনিট (চারুকলা অনুষদ)-এর পরীক্ষা।
এরপর ২৬ ডিসেম্বর (শুক্রবার) এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ২৭ ডিসেম্বর (শনিবার) সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং সর্বশেষ ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে বি-ইউনিট (কলা ও আইন অনুষদ)-এর ভর্তি পরীক্ষা।