হোম > শিক্ষা

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির পর ক্ষমা চাইলেন জবি ছাত্রদল নেতা

প্রতিনিধি, জবি

সর্বকালের শ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মোরসালিনের বিরুদ্ধে। সোমবার মহানবীকে কটূক্তি করে তিনি এক ফেসবুক স্ট্যাটাস দেন।

কিছুক্ষণ পর পোস্টটি আবার মুছে ফেলেন তিনি। পরবর্তী আরেক পোস্টে ক্ষমা চেয়ে লেখেন, 'আমি হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কোন কটূক্তি করিনি। আমি তার উত্তম আখলাককে গ্লোরিফাই করার চেষ্টা করেছি। তবুও আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও লিখেন, আমাকে সকলে মাফ করে দিবেন এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাকে হেদায়েত নসীব করুন। আমিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তৈমুর মুবিন লিখেন, 'জবি শিক্ষার্থী, আবু হেনা মুরসালিন হযরত মোহাম্মদ (সা.) নিয়ে এভাবে কটূক্তি করার পর ব্যাখ্যা দিচ্ছে যে 'নবীজির উত্তম আখলাককে গ্লোরিফাই করার চেষ্টা করেছি তবুও আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।' তার ব্যাখ্যায় 'তবুও, যদি' শব্দের ব্যবহার দ্বারা বুঝা যাচ্ছে যে, সে ভুল পুরোপুরি স্বীকার করে নি বরং শর্তযুক্ত ক্ষমা চেয়েছে।'

জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে জানান, 'রাসূল (সা.) আমাদের জীবনের থেকেও প্রিয় ব্যক্তি। তাকে নিয়ে কেউ কটূক্তি করলে কোনো মুসলিমের জন্য চুপ থাকা সমীচীন নয়। অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই।'

এ বিষয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ফেসবুক পোস্টে লিখেন, আবু হেনা মোরসালিন ক্ষমা চাওয়ার জন্য সাধুবাদ জানাই। রহমাতুল্লিল আল আমিন রাসূল (সা:) কে নিয়ে কোন অশোভন, অমার্জিত এবং শিষ্টাচার বহির্ভূত ভাষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল গ্রহণ করে না। আরো বেশি দায়িত্বশীল না হলে ছাত্রদলের রাজনীতি করার সুযোগ হারাতে হবে। ছাত্রদল সব সময় ধর্মীয় অনুভূতিকে ধারণ করে রাজনীতি করে। কেউ ছাত্রদল করতে চাইলে তাকে অবশ্যই এটি মেনে চলতে হবে।

হাসিনার রায় দ্রুত কার্যকর দেখতে চাই: শহীদ আবু সাঈদের ভাই

জকসু নির্বাচনে ২৬৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জবি ছাত্রদলের ঘোষিত জোটে অসন্তোষে পদবঞ্চিতদের ‘জাগ্রত জবিয়ান’ প্যানেল

হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে জাবি ছাত্রশিবিরের মিছিল

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

নবীনদের ক্লাস না নেওয়ার ঘোষণা দিয়ে ঢাকা কলেজে সভায় শিক্ষকরা

ডোপ টেস্ট ছাড়া দেওয়া হবে না শাকসুর মনোনয়ন

ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সেই খাদিজাকে যুগ্ম-আহবায়কের পদ দিল ছাত্রদল