এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা ১০ ডিসেম্বর সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভা কক্ষে (ভবন নং-৩, ৬-তলায়) অনুষ্ঠিত হবে। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/সহকারী লাইব্রেরিয়ান/অফিস সহকারীর এমপিওভুক্তি/বকেয়া প্রদান/এমপিও বন্ধকরণ/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানি গ্রহণ করা হবে।
এই শুনানিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে লিখিতভাবে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সব কাগজপত্রসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।