হোম > শিক্ষা

শপথ নিলেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শপথগ্রহণ করছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার চাকসু প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান। আর ৯টি ছাত্র, ৪টি ছাত্রী হল ও ১টি হোস্টেলের প্রভোস্টবৃন্দ হল ও হোস্টেল সংসদের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গত সপ্তাহের বুধবার দীর্ঘ ছত্রিশ বছর সপ্তম চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচিত হন। এ ছাড়া কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চাকসু, হল ও হোস্টেল সংসদের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ পেয়েছে। এই ছাত্র সংসদের মাধ্যমে তারা নিজেদের দাবি-দাওয়াগুলো উপস্থাপন করবেন। আর আজকে আমরা নির্বাচন কমিশন শপথ দেওয়ার মাধ্যমে আমাদের কাজ শেষ করলাম এবং হাফ ছেড়ে বাঁচলাম।

চাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, সাংবাদিকরা আমাকে বারংবার প্রশ্ন করছে যে, আপনি ভিপি হিসেবে কি চমক দেখাবেন? আমি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলেছি, আমাদের অধিকার আদায় করতে চাই। চাকসু, হল বা হোস্টেল সংসদ নির্বাচন কোন চমক লাগানোর জন্য অনুষ্ঠিত হয়নি। গত ৩৫ বছর শিক্ষার্থীরা দাবি-দাওয়া উপস্থাপন করেছি কিন্তু তা বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন আমরা আমাদের অধিকার আদায় করবো।

চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অন্যতম দাবি ছিল চাকসু নির্বাচন। সেই দাবি এখন পূরণ হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) জসিম উদ্দিন সরকার, মাজহারুল হোক চৌধুরী, এস এম ফজলুল হক, শামসুজ্জামান হিরা ও জিএস মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।

ইবতেদায়ী শিক্ষকদের দাবি দ্রুত পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের

রাবিতে বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

রাকসুর গ্যাজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর

যে ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার

নারী নির্যাতন ও ধর্ষণের জন্য রাষ্ট্রের নীরবতা দায়ী

ঐক্যের অভাবে রাষ্ট্র এগুতে পারছে না: ড. মো. সবুর খান

শহিদ মীর মুগ্ধর নামে ছাত্রশিবিরের ‘ওয়াটার কর্নার’