হোম > শিক্ষা

সংকটকালে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে আশান্বিত করেছে: ঢাবি উপাচার্য

আমার দেশ অনলাইন

সংকটকালে তরুণ সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল বিল্লাহ। সভাপতিত্ব করেন তারুণ্যের উৎসব ২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। উদ্বোধন শেষে একটি র‌্যালি সিনেট ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছে শেষ হয়। সেখানে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জাতীয় অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হলো তারুণ্য। তারুণ্যের অবদানকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।

তিনি তরুণদের মধ্যে উদ্ভূত সম্ভাব্য বিভাজন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতি জাতীয় অগ্রগতির জন্য অনুকূল নয়; তবে সংকটকালে তরুণ সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা জাতিকে বারবার আশান্বিত করেছে।

উপাচার্য আরও বলেন, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি, নেতৃত্বের গুণাবলির বিকাশ, সৃজনশীলতা ও সমাজের প্রতি অবদান নিশ্চিত করার কার্যক্রম সারা বছরব্যাপী ধারাবাহিকভাবে পরিচালনা করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সমাজের সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারুণ্যের উৎসব ২০২৬-এর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সেই খাদিজাকে যুগ্ম-আহবায়কের পদ দিল ছাত্রদল

যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭২ পরীক্ষার্থী

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

‘মিড-ডে মিল’ পাবে ৩১ লাখ শিক্ষার্থী

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ২৫১ সদস্যের কমিটি গঠন

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

সরকারি প্রাথমিকে ফিডিং কর্মসূচির উদ্বোধন করলেন শিক্ষা উপদেষ্টা

‘চেয়ার মানুষকে বড় করে না, মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়’

রাবিতে ৪০ বছর পর নবীনদের বরণ করে নিলো ছাত্রশিবির