শেরপুর-৩ আসনে ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির।
বুধবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল, পরিবহন দপ্তর হয়ে আবার জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ তাদের পোষা ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছিল। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না। আমরা দেখতে পাচ্ছি, সেই একই সিলসিলায় আগাচ্ছে ছাত্রদল, বিএনপি এবং যুবদল। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, ৫ আগস্টে আমরা যেভাবে রক্ত দিয়ে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছি, আপনাদেরকে সেই একইভাবে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।
অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, একের পর এক হত্যার আজকে তারা নির্বাচনকে কেন্দ্র করেও মানুষ হত্যা শুরু করেছে। আমরা মনে করেছিলাম, তাদের দেশনেতা দেশে আসার পর সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করবেন, কিন্তু তারা একের পর এক নারীদের উপর হামলা করেছে। যেই দলের প্রধান ছিলেন একজন নারী, সেই দলের পুরুষরা কীভাবে নারীদের উপর হামলা করতে পারে? দেশনেতা সারা দেশজুড়ে বক্তব্য দেন কিন্তু এসব হামলা মামলার বিরুদ্ধে কিছু বলেন না। এতে প্রমাণিত হয় দেশনেতার পরিকল্পনায় তারা হামলা শুরু করেছে।