হোম > শিক্ষা

ঢাকা–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

সিলেট ব্যুরো

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিক্ষক হেনস্তার প্রতিবাদ এবং বিচারিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট আমলের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের ব্যানারে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. শাহানা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক সাদাদলের সভাপতি প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মব সৃষ্টির মাধ্যমে শিক্ষকদের যারা হেনস্তা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকৃত ফ্যাসিস্ট আমলের দোষীদের প্রচলিত দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিচারের দাবি জানান তিনি।

মানববন্ধনের আহ্বায়ক প্রফেসর ডা. মো: এমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের মব সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয়। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক সাদা দলের সদস্য প্রফেসর ডা. মো: ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

এ ছাড়াও বক্তব্য দেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী ও জাহিদ হোসেন ফাহাদ। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিরা।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ সংসদে পাসের দাবি ডব়্পের

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

প্রাণিবিদ্যা বিভাগে বিতর্কিতদের প্রভাষক নিয়োগে তোড়জোড়

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ