হোম > শিক্ষা

ইউজিসিতে অনশনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে দুই দিন অবস্থানের পর এবার অনশন কর্মসূচি শুরু করেছেন গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে অনশনে বসেন তারা। এছাড়া সেখানে অবস্থান করছেন ডিজিটাল ইউনিভার্সিটির অন্য শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নাম সংক্রান্ত দীর্ঘদিনের পরিচয় সংকট নিরসনে শিক্ষার্থীদের ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন ও টানা ৪৬ ঘণ্টার অবস্থান কর্মসূচির পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া বা অগ্রগতি পাওয়া যায়নি। ফলে আমরা বাধ্য হয়ে আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে অনশন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।

তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আমাদের প্রস্তাবিত চারটি নামের মধ্য থেকে একটি চূড়ান্ত করে পরবর্তী কেবিনেটে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

নাম বাস্তবায়ন ফোরামের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই সংকট আমাদের একাডেমিক অগ্রগতি ও পেশাগত ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বারবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের নিরবতা ও সিদ্ধান্তহীনতা আমাদের হতাশ করেছে। শান্তিপূর্ণভাবে একাধিক কর্মসূচি পালন করেও যখন কোনো প্রতিক্রিয়া আসেনি, তখন অনশনই আমাদের কাছে শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, এই অনশন কোনো বিদ্রোহ নয়, এটি আমাদের স্বাভাবিক পরিচয় ও মর্যাদার দাবিতে সর্বশেষ প্রতিবাদ।

প্রাণিবিদ্যা বিভাগে বিতর্কিতদের প্রভাষক নিয়োগে তোড়জোড়

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু