হোম > প্রবাস

লন্ডনে সমাবেশে ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার

চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ফিলিস্তিনে যা ঘটছে তা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। একটি জাতিকে টার্গেট করে নিধন করার লক্ষ্যে গণহত্যা চালানো হচ্ছে। অবিলম্বে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বক্তারা।

গত শুক্রবার বাদ জুমুয়া লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এ বিক্ষোভ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লন্ডনসহ বিভিন্ন শহর থেকে শত শত শান্তিকামী মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। বিশ্ব বিবেককে এখনই জাগ্রত হতে হবে। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে প্রতিদিন শিশুদের হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ চলছে। এটি কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত জাতিগত নিধন একটি চলমান গণহত্যা।

তারা বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি এই নীরবতা ভেঙে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিন এবং ১৯৬৭ সালের সীমানাভিত্তিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নিন।

সমাবেশে ইসরায়েলের পণ্য বর্জন, যুদ্ধবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ব্রিটিশ সরকারকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এই আন্দোলন মানবতার পক্ষে, শান্তির পক্ষে।

ব্রিটেনের সর্ব দলীয় সর্বোচ্চ সংগঠন “বাংলাদেশি উলামা-মাশায়েখ ইউ কে’র সভাপতি মাওলানা এ কে মাওদুদ হাছানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব‍্য রাখেন, শরিয়া কাউন্সিলের সাবেক চেয়ারম‍্যান শায়েখ হাফিজ আবু সাঈদ,কাউন্সিল অফ মস্কের চেয়ারম‍্যান শায়েখ হাফিজ শামছুল হক, ইষ্টলন্ডন মসজিদের খতিব শায়েখ আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিসর কেন্দ্রীয় নায়েবে আমির অধ‍্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ,জমিয়তে উলামায়ে ইসলামে ই উকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রহঃ-এর সন্তান মোহাম্মাদ শামীম সাঈদী, এ কে আবু তাহের চৌধুরী, মাওলানা গোলাম কিবরিয়া,শায়েখ ইমদাদুর রাহমান মাদানী, ব‍্যারিষ্টার নজরুল ইসলাম, মাওলানা সাদিকুর রাহমান,মাওলানা আব্দুল মালিক,ব‍্যরিষ্টার আতাউর রাহমান,মুফতী আব্দুল মুনতাকীম, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতী মাওসুফ আহমদ প্রমুখ।

সৌদি প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

দণ্ডিত ২৫ জুলাইযোদ্ধাকে ক্ষমা করল আমিরাত

প্রবাসীদের জন্য সুখবর, ভিসা যাচাইয়ে চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

উটের সঙ্গে গাড়ির ধাক্কা, ওমানে একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শেষ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির স্মরণসভা ও দোয়া

খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিলো সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর রেকর্ড

পোস্টাল ভোট দিতে নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার