পর্তুগালে আবারো ঘটলো প্রবাসী বাংলাদেশি হত্যার ঘটনা। রাজধানী লিসবনের নিকটবর্তী কোস্টা দা কাপারিকা এলাকায় রাতে এক হামলায় নিহত হন কুমিল্লার কোতোয়ালী থানার যুবক শামীম হোসেন (৩২)। তিনি স্থানীয় একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করতেন।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
এ সময়, শামীম চোরকে দেখতে পেয়ে পিছু নেন এবং তাকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
শামীমের এই মর্মান্তিক মৃত্যুতে পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী ও পরিচিতজনেরা জানান, শান্ত-স্বভাবের শামীম ছিলেন পরিশ্রমী ও হাসিখুশি মানুষ।
তার নির্মম মৃত্যুতে শোকাহত প্রবাসীরা দ্রুত বিচার এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।